১০ মার্চ দেশব্যাপী ‘রেল রোকো’! বিরাট ঘোষণা কৃষকদের। ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবিতে কৃষক আন্দোলন অব্যাহত রয়েছে। এর মাঝে কৃষক নেতা জগজিৎ সিং ডাল্লেওয়াল ও সারওয়ান সিং পান্ধের রবিবার বলেছেন, যে ‘আমাদের দিল্লি চলো পদযাত্রা স্থগিত করা হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে’।