• Parivarvaad: পরিবারবাদের অভিযোগে সরব বিরোধীরা, তবুও সুষমার কন্যাকেই টিকিট বিজেপির
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ মার্চ ২০২৪
  • Bansuri Swaraj, daughter of former Union minister late Sushma Swaraj:

    প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরি স্বরাজকে নতুন দিল্লি লোকসভা আসনে প্রার্থী করেছে বিজেপি। যার জেরে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, বিজেপি শুধু মুখেই পরিবারবাদের বিরোধিতা করে। কিন্তু, নিজের বেলায় বিজেপি কোনও আদর্শবাদী আচরণ পালন করে না। বিরোধীদের অভিযোগ, বাঁসুরিকে প্রার্থী করা নিয়ে যখন সর্বত্র তোলপাড়, তখন চুপ করে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী চুপ করে থাকায় এখন বিজেপির নেতা-নেত্রীরা বলতে বাধ্য হচ্ছেন যে, বাঁসুরি প্রার্থী হলে জিততে পারেন। আর, সেই কারণেই তাঁকে প্রার্থী করা হয়েছে। অথচ, এই প্রার্থী বাছাইয়ে মোদীই অন্যতম মাথা। তাঁর নেতৃত্বেই বিজেপি এবারও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেখানে কাদের প্রার্থী করা হবে, তা ঠিক করেছে বিজেপির শীর্ষ কমিটি। সেই শীর্ষ কমিটিরই অংশ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)