Supreme Court: ‘ঘুষ কোন সংসদীয় বিশেষাধিকার নয়’, ‘নোটের বদলে ভোট’ মামলায় গুরুত্বপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৪ মার্চ ২০২৪
সুপ্রিম কোর্ট ‘নোট ফর ভোট মামলায়’ তার পুরনো সিদ্ধান্তকে বাতিল করেছে। যদি কোনও বিধায়ক বা সাংসদ টাকা নিয়ে হাউসে বক্তৃতা বা ভোট দেন, তবে তিনি কী ফৌজদারি বিচার ব্যবস্থার আওতায় পড়বে? এনিয়ে বড় নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। জন প্রতিনিধি হিসাবে অর্জিত বিশেষাধিকারের অধীনে এই জাতীয় ঘুষের মামলায় আইনি পদক্ষেপ থেকে অব্যাহতি দেওয়া হবে? এ বিষয়ে শুনানি করে সুপ্রিম কোর্ট।