• ভাঙল মিলনমেলা, এবার বিক্রি ৬০ কোটি টাকার বই
    আজকাল | ০৪ মার্চ ২০২৪
  • সমীর দে, ঢাকা: ভেঙেছে মিলনমেলা। এবার দু" দিন বাড়িয়ে শনিবার শেষ হল অমর একুশে বইমেলা। গত বছরের তুলনায় এবার বেড়েছে বই বিক্রি। গত বছরের চেয়ে এবার ১৩ কোটি টাকার বই বেশি বিক্রি হয়েছে। সব মিলিয়ে বিক্রি হয়েছে ৬০ কোটি টাকার বেশি মূল্যের বই। গতবছর এই পরিমাণ ছিল ৪৭ কোটি। এবার মেলায় নতুন বই এসেছে ৩ হাজার ৭৫১টি। এবার মেলায় দর্শনার্থীর সংখ্যা ৬০ লক্ষের কাছাকাছি।অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান বাংলা একাডেমির উপ-পরিচালক শাহেদ মমতাজ। সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। যে কোনোভাবে আগামী বইমেলাও সোহরাওয়ার্দী উদ্যানে করার ব্যবস্থা করা হবে বলে সমাপনী অনুষ্ঠানে জানান সদ্য নিযুক্ত সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। তিনি বলেন, ‘বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের বইমেলা এখন ঐতিহ্য হয়ে গেছে। এই বইমেলা সরানোর বিষয়ে কথা উঠেছে। আমরা কোনো না কোনো ব্যবস্থা করে বইমেলা এখানে রাখার ব্যবস্থা করব।’প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ‘এই বইমেলা আমাদের আবেগের এবং জাতিসত্তার মেলা। সারা পৃথিবী ঘুরে এসেও এমন একটি বইমেলা খুঁজে পাবেন না। এই বইমেলা আমাদের আবেগের মেলা, জাতিসত্তার মেলা। এই বইমেলা জাতি হয়ে ওঠার বইমেলা, আমাদের মাটি ও মানুষকে ভালোবাসার বইমেলা।’
  • Link to this news (আজকাল)