• গদ্দারই সব থেকে বেশি দুর্নীতি করেছে, নাম না করে শুভেন্দুকে আক্রমণ মমতার...
    আজকাল | ০৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ‘নিজে কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর। যে পকেটমারি করে সেই সবার আগে পকেটমার, পকেটমার বলে চিৎকার করে। সবচেয়ে বড় পকেটমারি স্কুল এডুকেশনে কে করেছে’? পূর্ব মেদিনীপুরের সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ মমতা ব্যানার্জির। এদিন পূর্ব মেদিনীপুরে সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘গদ্দারই সব থেকে বেশি দুর্নীতি করেছে। নিজে সব থেকে বেশি টাকা খেয়ে ধরা পড়ার ভয়ে কোর্টে গিয়েছে। কোর্টে গিয়ে এখন চাকরি আটকাচ্ছে’। সভা থেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন কারোর চাকরি যাবে না। ভোটের আগে বিজেপি নেতাদের রাজ্যে আসা নিয়েও কটাক্ষ করেন মমতা। বলেন, ‘ভোটের সময় কিছু লোক দিল্লি থেকে আসে। এসে বলে ওরাই নাকি সব করেছে। মাছের তেলে মাছ ভাজে আর মিথ্যে কথা বলে’। আগামী ২-৩ বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে রাজ্যই। সেই আশ্বাস দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘কেন্দ্রের কাছে হাত পাতব না। আমরাই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব। ২-৩ বছর সময় লাগবে। এই ঘাটাল মাস্টার প্ল্যান হলে বন্যা নিয়ন্ত্রণ করা যাবে’।
  • Link to this news (আজকাল)