• 'কঠিন কাজ বলে কোনও কিছুই হয় না' বললেন বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহা ...
    আজকাল | ০৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে গোটা দেশের মধ্যে অন্যতম নজরকাড়া কেন্দ্র হতে চলেছে বহরমপুর। এখানে কংগ্রেস থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে অধীর চৌধুরীর। অন্যদিকে, এখানে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন চণ্ডীগড় পিজিআইএমইআরের প্রাক্তনী ডাঃ নির্মল কুমার সাহা। রবিবার থেকেই তাঁর সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে বহরমপুরে। এর আগে নির্মলবাবুকে কখনোই রাজনীতির ময়দানে দেখা যায়নি। জেলার প্রথিতযশা চিকিৎসক হওয়ার সুবাদে সমস্ত রাজনৈতিক শিবিরের শীর্ষ নেতাদের সঙ্গেই সখ্যতা রয়েছে নির্মলবাবুর। তবে বিজেপি শিবির যেভাবে তাঁকে কংগ্রেসের সম্ভাব্য হেভিওয়েট প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে ময়দানে নামিয়েছে তাতে খানিকটা হলেও অবাক হয়ে গিয়েছে রাজনৈতিক মহল। জানা গিয়েছে,স্বচ্ছ ভাবমূর্তি এবং "গরিবের ডাক্তার" হিসেবে পরিচিত নির্মল সাহার ব্যক্তিগত "করিশমা" আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রে জয়ী করবে বিজেপিকে। এমনটাই আশা করছে গেরুয়া শিবির। লোকসভার বিজেপি প্রার্থী জানিয়েছেন, আমার অতিরিক্ত কোনও চাপ নেই। আমি কোনও আনন্দের ঘটনাতে বিশেষ উৎফুল্ল হইনা, দুঃখেও কাতর হয়ে যাইনা। তবে রাজনীতিতে আমি ছিলাম না এটা ঠিক কথা নয়। আমার একটি নিজস্ব রাজনৈতিক সত্তা রয়েছে। অধীরদার বিরুদ্ধে লড়াই খুব কঠিন কাজ। তবে আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি কঠিন কাজ বলে কোনও কিছুই হয় না। উনি সাধারণ মানুষের কাছে উনার রাজনীতির কথা বলবেন। আমি প্রত্যেক মানুষকে আমার রাজনীতির কথা বলব। কিন্তু নিজের চিকিৎসক সত্তার সঙ্গে রাজনীতিক সত্তাকে গুলিয়ে ফেলতে রাজি নন অবসরপ্রাপ্ত সরকারি এই চিকিৎসক। তিনি বলেন, "আমি চিকিৎসক হিসেবে বহু মানুষকে সুস্থ করেছি। তারা হয়তো অনেকেই আমার ভোটার। কিন্তু আমি যখন তাদের কাছে ভোট চাইতে যাব তা আমার ও দলের আদর্শ এবং আমার ব্যক্তি জীবনের নিরিখে।"
  • Link to this news (আজকাল)