• এসএনইউয়ে জাতীয় বিজ্ঞান দিবস পালন
    আজকাল | ০৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২৮ ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালিত হল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে। প্রতিবছরের মতো এবারেও বিজ্ঞান বিষয়ক আলোচনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইউনিভার্সিটির গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, রাশিবিজ্ঞান, জীববিদ্যা, কৃষিবিজ্ঞান, ঔষধবিজ্ঞান, পুষ্টিবিদ্যা, সেবাবিদ্যা ও মনস্তত্ত্ব বিভাগের ছাত্রছাত্রী-শিক্ষক-গবেষকরা।বিজ্ঞান দিবসের ইতিহাস ও চন্দ্রশেখর ভেঙ্কট রমনের নোবেল পুরস্কার প্রাপ্তি বিষয়ে কিছু অজানা তথ্য তুলে ধরেন উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। ২০২৪ সালের বিজ্ঞান দিবসের থিম "দেশীয় প্রযুক্তি ও বিকশিত ভারত" বিষয়ে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের অধ্যাপিকা ড. রূপালী গঙ্গোপাধ্যায়। শিক্ষক, পড়ুয়ারা যৌথভাবে পরিবেশন করেন গীতি আলেখ্য "তারেই খুঁজে বেড়াই"। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোসের বিখ্যাত গবেষণা (বোস আইনস্টাইন কন্ডেন্সেট ) এর এবার ১০০ বছর পূর্তি। সেই উপলক্ষ্যে সত্যেন্দ্র নাথ বোসের ছাত্র অধ্যাপক পার্থ ঘোষ বক্তব্যে বোসন কণা আবিষ্কার নিয়ে নানা তথ্য তুলে ধরেন। এরপরই বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে ক্যুইজ, মডেল ও পোস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন পড়ুয়ারা। অধ্যাপক অনুপম বসুর পাঠ ও অতিথি শিল্পী শ্রীমতি সুদেষ্ণা বসুর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে।
  • Link to this news (আজকাল)