• বিধায়ক পদ থেকে ইস্তফা তাপস রায়ের, ছাড়লেন দলও
    আজকাল | ০৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সোমবার সাকলেই তাপস রায় সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ উগরে দিয়ে রওনা দেন বিধানসভার উদ্দেশে। তখনই জানা গিয়েছিল, তৃণমূল কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন তিনি। তার কিছুক্ষনেই দেখা গেল, নিজের সিদ্ধান্তে অনড় থেকে সরে দাঁড়ালেন বিধায়ক পদ থেকে। দু" দশকের বেশি সময় পর সরে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেস থেকে। বেশ কিছুদিন ধরেই বিক্ষুব্ধ বিধায়ক। আগেই জল্পনা তীব্র হয়েছিল, তিনি দলীয় পদ, দল থেকে সরে দাঁড়াবেন। এই পরিস্থিতিতে তাঁর সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলেন ব্রাত্য বসু, কুণাল ঘোষ। তবে লম্বা বৈঠক শেষে দেখা গেল, বরফ গলেনি। বেলা বাড়তেই দেখা গেল শুধু বিধায়ক পদ নয়, দলও ছাড়ার কথাও জানালেন তাপস রায়। বিধানসভায় যাওয়ার আগেই তিনি একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, জানিয়েছিলেন তাঁর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানার ৫২ দিন পরেও দলনেত্রী সহ দলের কেউ তাঁর খবর নেননি। পাশে দাঁড়াননি। বিধানসভা থেকে বেরিয়েও সেই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন, "তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়। এখানে আমার থাকা উচিত নয়।" জল্পনা এর পর তিনি যোগ দেবেন গেরুয়া শিবিরে। তবে এদিন ইস্তফা দেওয়ার পর তাপস রায় বলেন, সেসব কথার উত্তর তিনি দেবেন না। তিনি কী করবেন, তা তাঁর সিদ্ধান্ত, তিনি সেই সিদ্ধান্ত নেবেন। বিধায়ক পদ থেকে ইস্তিফা দেওয়ার সঙ্গেই জানা গিয়েছে, দলও ছাড়লেন তিনি।
  • Link to this news (আজকাল)