• বুধে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রো চালু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ...
    আজকাল | ০৪ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো রেল পরিষেবা শুরু হতে চলেছে। আগামী বুধবার ৬ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন বলে কলকাতা মেট্রো রেল সূত্রের খবর। ভূ-পৃষ্ট থেকে ৩৫ মিটার নিচে এবং ৪.৮ কিলোমিটার দীর্ঘ হাওড়া ময়দান থেকে কলকাতার ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর পাশাপাশি ওই দিন প্রধানমন্ত্রী কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় ( রুবি) পর্যন্ত অরেঞ্জ লাইনে এবং জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো প্রকল্পের তারাতলা থেকে মাজেরহাট পর্যন্ত সম্প্রসারিত লাইনের উদ্বোধন সহ বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন। গঙ্গার নিচ দিয়ে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড-এর মধ্যে চলাচলকারী যাত্রীরা যাতে মোবাইল ফোনে কথাবার্তা অব্যাহত রাখতে পারেন এবং নেট কানেকশনের কোনও অসুবিধার সৃষ্টি না হয় তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র মেট্রো রেলের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনকে জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বলে অভিহিত করেছেন।
  • Link to this news (আজকাল)