• সাংসদ ও বিধায়কদের ভোট কেনাবেচায় রাশ টানল সুপ্রিম কোর্ট
    দৈনিক স্টেটসম্যান | ০৪ মার্চ ২০২৪
  • দিল্লি, ৪ মার্চ: ভোটের বদলে নোট মামলায় চাঞ্চল্যকর রায় দিল দেশের শীর্ষ আদালত। দল বদল ও ঘোড়া কেনাবেচা বন্ধ করতেই এই পদক্ষেপ বলে আইন বিশেষজ্ঞদের ধারণা। ১৯৯৮ সালে এই সংক্রান্ত একটি রায়ের সম্পূর্ণ উল্টো রাস্তায় হাঁটল আদালত। ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। নোটের বদলে আইনসভায় ভোটদানে অভিযুক্ত বিধায়ক ও সাংসদদের আর কোনও রক্ষাকবচ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ, সোমবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৭ সদস্যের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, কোনও সাংসদ অথবা বিধায়ক ঘুষ নিয়েছেন, এমন অভিযোগ উঠলে তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া যাবে।
    প্রসঙ্গত ভারতীয় রাজনীতিতে টাকার বিনিময়ে সাংসদ ও বিধায়কদের দল বদল ও ঘোড়া কেনাবেচার গোপন রেওয়াজ দীর্ঘদিন ধরে চলে আসছে। কংগ্রেস ও বিজেপি সহ বিভিন্ন আঞ্চলিক দলের বিরুদ্ধেও এই অভিযোগ রয়েছে। এবার এই সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)