তালিকা প্রকাশ হতেই ভাইরাল 'বিজেপি প্রার্থীর' অশ্লীল ভিডিয়ো, তারপর....
২৪ ঘন্টা | ০৪ মার্চ ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শনিবার দেশের ১৯৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় প্রার্থী হিসবে নাম ছিল উত্তর প্রদেশের বারাবাঁকির বর্তমান সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতের। কিন্তু তাঁর কয়েকটি অশ্লীল ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। তার পরই বারাবাঁকির প্রার্থীপদ থেকে নিজের নাম তুলে নিয়েছেন উপেন্দ্র সিং। যদিও তিনি বলছেন ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে আর্টিফিসিয়াল বুদ্ধমত্তা-র সাহায্য নিয়ে। ওই ভিডিয়োর সত্য যাচাই না হওয়া পর্যন্ত তিনি আর কোনও ভোটে লড়বেন না বলে জানিয়ে দিয়েছেন।
ওই ভিডিয়ো নিয়ে ইতিমধ্য়েই পুলিসে এফআইআর দায়ের করেছেন রাওয়াতের সেক্রেটারি দীনেশ রাওয়াত। পুলিস সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় এক মহিলার সঙ্গে 'রাওয়াতের' একটি অশ্লীল ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় থাকা পুরুষকে রাওয়াত বলেই মনে করা হচ্ছে। রাওয়াত দাবি করেছেন, এআই দিয়ে ওই ভিডিয়ো তৈরি করা হয়েছে। ভোটের আগে এরকম ভিডিয়ো প্রকাশের পেছনে রয়েছে তাঁর ভবমূর্তি কালিমালিমালিপ্ত করার প্রয়াস।গত লোকসভা ভোটে বারাবাঁকি আসনে জেতা প্রার্থী প্রিয়াঙ্কা সিং রাওয়াতকে টিকিট দিতে অস্বীকার করে। পরিবর্তে টিকিট দেওয়া হয় উপেন্দ্র সিং রাওয়াতকে। তবে এবারও তাঁকেই চিকিট দিয়েছিল দল। তারপরেই এই ভিডিয়ো কাণ্ড। এনিয়ে উপেন্দ্র রাওয়াত বলেন, ভাবমূর্তিতে কালি ছেটানোর জন্যই এমন ডিপ ফেক ভিডিয়ো তৈরি করা হয়েছে এআই-এর সাহায্য নিয়ে। যে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে তা সম্ভবত ২০২২-২৩ সালের। ভিডিয়োতে যে পুরুষটিকে দেখা গিয়েছে তাকে তার মতো দেখতে। এরকম মোট ৭টি ভিডিয়ো বাজারে ছাড়া হয়। যারা ওই ভিডিয়ো তৈরির পেছনে যারা রয়েছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। এনিয়ে পুলিসে এফআইআর করা হয়েছে।