• 'চৌকিদার' এখন অতীত, সোশ্যাল মিডিয়ায় নিজেদের এভাবেই পরিচয় দিচ্ছেন তাবড় বিজেপি নেতারা
    ২৪ ঘন্টা | ০৪ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লোকসভা নির্বাচন বলেই নয়, বিজেপি দলটাই মোদীময়। গুরুত্বপূর্ণ দফতরের কোনও প্রকল্পের ঘোষণা থেকে শুরু করে দলের সব বড় কাজেই এগিয়ে নরেন্দ্র মোদী। গত লোকসভা নির্বাচনে বা দলের অধিকাংশ নেতাই নিজেদের বলতেন 'চৌকিদার'। মোদীজি নিজেকে দেশের চৌকিদার বলে নিজেদের পরিচয় দিতেন। এবারের লোকসভা ভোটে সেই জায়গা থেকে সরে এসে জে পি নাড্ডা থেকে শুরু করে পীয়ূষ গোয়েল সবাই এখন 'মোদীজি কা পরিবার'।

    সোমবার থেকেই অমিত শাহ, নিতীন গড়কড়ী মতো নেতা তাদের এক্স হ্যান্ডেলে লিখতে শুরু করেছেন 'মোদীজি কা পরিবার'। জনসভা তো বটেই সংসদের মতো জায়গাতেও প্রধানমন্ত্রী চমকপ্রদ কিছু বললে টেবিল চাপড়ানোর পাশাপাশি আওয়াজ ওঠে 'মোদী', "মোদী'। আর দলের কোনও বিষয় বলতে গেলেও বলা হয়ে থাকে মোদীজির স্বপ্ন, মোদীজির ক্যারিশমা। এমনকি খোদ মোদীজিও বলে থাকেন, এটা মোদী-র গ্যারান্টি।সম্প্রতি তেলঙ্গানায় একটা সভায় বক্তব্য রাখছিলেন নরেন্দ্র মোদী। সেখানেই তিনি বলেন, 'দেশের ১৪০ কোটি মানুষ আমার পরিবারের সদস্য। দেশের কোটি কোটি কন্যা, মা, বোন মোদী পরিবারেরই সদস্য। যাদের কেউ নেই তারাও মোদী পরিবারের সদস্য। মোদীও তাঁদের আত্মীয়। আমি আপনাদের জন্যই বেঁচে আছি, আপনাদের জন্যই লড়াই করছি, আপনাদের জন্যই লড়াই করব।' ওই বক্তব্যের পর থেকেই দলের নেতারা সোশ্যাল মিডিয়ায় তাদের বায়োতে মোদী কা পরিবার বলে নিজেদের উল্লেখ করেছেন।লোকসভা ভোটের আগে বিরোধীরা তৈরি করে ফেলেছে ইন্ডিয়া ব্লক। গো বলয়ে কংগ্রেস দুর্বল হলেও আঞ্চলিক দলগুলির সঙ্গে কংগ্রেসের বোঝাপড়া হয়ে যাওয়ার পর বিষয়টি ভাবাচ্ছে এনডিএকে। ইন্ডিয়া ব্লককে আক্রমণ করা ক্ষেত্রেও 'মোদীজি কা পরিবার' অনেক বেশি ওজনদার। সম্প্রতি আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের এক মন্তব্যের পাল্টা হিসেবে নরেন্দ্র মোদী বলেন, গোটা দেশ বলছে তারা মোদী পরিবারের সদস্য। যাদের কেউ নেই তাদের রয়েছেন মোদী।রবিবার পাটনার এক সভায় লালু প্রসাদ যাদব বলেন, এখন নরেন্দ্র মোদী পরিবারবাদকে নিশানা করেছেন। আগে আপনি বলুন আপনার সন্তানসন্ততি বা পরিবার নেই কেন? যাদের অনেক সন্তান রয়েছে তাদের জন্যই উনি বলছেন পরিবারবাদের রাজনীতি হচ্ছে। আপনি নিজেকে হিন্দু বলেন। হিন্দুরা নিজের মায়ের মৃত্য়ু হলে মাথা ন্য়াড়া হন। আপনি তো তা করেননি!দলের অধিকাংশ নেতাই যে 'মোদীজি কা পরিবার' তা বেঝাতে জে পি নাড্ডা, পীয়ূষ গোয়েল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাজ সিং চৌহান, কিরেন রিজিজুর মেতা নেতা সোশ্য়াল মিডিয়ায় তাদের বায়োতে লিখতে শুরু করেছেন তারাও 'মোদীজি কা পরিবার'।  
  • Link to this news (২৪ ঘন্টা)