জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্ধ্যা পার হয়ে গেলেও বাড়ির গরু বাড়িতে ফিরে আসেনি। রাতে সেই গরু খুঁজতে বেরোলেন গরুর মালিক। কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটল। গরু খুঁজতে গিয়ে হাতির হানায় মৃত্যু ঘটল যুবকের। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের বামনডাঙা চা-বাগানে। মৃতের নাম মাথো ওঁরাও (৩৭)। বাড়ি বামনডাঙা চা-বাগানের হাতি লাইন শ্রমিক মহল্লায়।
কী ঘটনা ঘটেছিল? জানা গিয়েছে, বামনডাঙা চা-বাগানের তিন দিকে বনাঞ্চল। ফলে, এখানে মাঝে-মধ্যেই হাতি, চিতা-সহ বিভিন্ন বন্যপ্রাণীর উপদ্রব ঘটে। এ রকম পরিবেশে রবিবার সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ির গরু ফিরে আসেনি মাথো ওঁরাওয়ের। সেই গরু খুঁজতেই এলাকায় যান তিনি। ঠিক সেই সময়ে এক বুনো হাতি জঙ্গল থেকে বেরিয়ে এসে তাঁর উপর আক্রমণ চালায়। মাথোকে শুঁড় দিয়ে পেঁচিয়ে মাটিতে ফেলে দেয় এবং পদপিষ্ট করে। গুরুতর জখম হয়ে মাথো ওখানেই পড়ে থাকেন। আক্রমণের পর হাতিটি সেখানেই দাঁড়িয়ে ছিল। এরপর বনকর্মীরা ও স্থানীয় লোকেরা হাতি তাড়িয়ে দেহ উদ্ধার করে শুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় বামনডাঙা চা-বাগানে নেমে আসে শোকের ছায়া, সৃষ্টি হয় চাঞ্চল্য। খুনিয়া বন দফতর জানায়, নিয়ম অনুযায়ী মৃতের পরিবার সরকারি ক্ষতিপূরণ পাবে। প্রাথমিক ভাবে পরিবারের হাতে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। বাকি টাকা ময়না তদন্তের পর সরকারি নিয়ম মেনে দেওয়া হবে।স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, একদিকে বন্ধ চা-বাগান, অন্য দিকে হাতির উপদ্রব! দুইয়ে অতিষ্ঠ এলাকার মানুষ। কিন্তু তাঁদের দাবি, এ নিয়ে নীরবই বন দফতর।