গুরুতর অসুস্থ রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ মহারাজ। রামকৃষ্ণ মিশনের সেবা প্রতিষ্ঠানে চিকিৎসা চলছে তাঁর। রবিবার তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রামকৃষ্ণ মিশন এবং বেলুড় মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দ মহারাজ বেশ কিছু দিন ধরে অসুস্থ। বর্তমানে তাঁর বয়স ৯৬ বছর। রামকৃষ্ণ মিশনের সেবা প্রতিষ্ঠানে তাঁর বেশ কিছুদিন ধরে চিকিৎসা চলছে। তবে রবিবার তাঁর অবস্থার আরও অবনতি হয়। সেই কারণে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁর অবস্থা সঙ্কটজনক। ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে।
মহারাজজীর দ্রুত সুস্থতা কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রদ্ধেয় সভাপতি শ্রীমৎ স্বামী স্মরণানন্দজি মহারাজের দ্রুত আরোগ্য কামনা ও প্রার্থনা করছি। তিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আধ্যাত্মিকবাদকে তুলে ধরার জন্য অগ্রগণ্য ভূমিকা নিয়েছেন। বিশ্বজুড়ে লাখ লাখ ভক্ত রয়েছে তাঁর। তাঁর সমস্ত ভক্ত এবং সন্ন্যাসীদের সঙ্গে আমি তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।'
উল্লেখ, রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ হলেন স্বামী স্মরণানন্দ। স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে ২০১৭ সালের ২১ জুলাই প্রেসিডেন্ট হিসাবে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। এর আগে তিনি সহ-অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। বেলুড় মঠের অছি সভার বৈঠকে তাঁর নাম নির্বাচিত হয়। ২০১৭ সালে ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নেন স্মরণানন্দজী মহারাজ। প্রসঙ্গত, ১৯৫২ সালে স্বামী শঙ্করানন্দের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন তিনি। একই বছর তিনি রামকৃষ্ণ মিশনে যোগদান করেন। ১৯৫৬ সালে ব্রহ্মচর্যের ব্রত এবং ১৯৬০ সালে সন্ন্যাস গ্রহণ করেছিলেন স্বামীজি।