• Kaziranga National Park : পর্যটকদের আশাভঙ্গ! ৭ মার্চ থেকে বন্ধ কাঙিরাঙায় জঙ্গল সাফারি
    এই সময় | ০৪ মার্চ ২০২৪
  • লোকসভা নির্বাচন উপলক্ষ্যে অসমে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরের সময় কাজিরাঙা জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভ ফরেস্ট পরিদর্শনে যাওয়ার সম্ভাবনা তাঁর। প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা ভেবে পর্যটকদের জিপ সাফারি এবং হাতির পিঠে চড়ে যাত্রার উপর পড়েছে কোপ। ৭ থেকে ৯ মার্চ সাধারণের জন্য সাফারি বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।সরকারি বিজ্ঞপ্তিতে কী জানানো হয়েছে?

    প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে জিপ সাফারি এবং হাতির পিঠে যাত্রা বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করেছে অসমের বনদফতর। নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ৭, ৮ এবং ৯ মার্চ এই তিন দিন জিপ সাফারি বন্ধ থাকবে বলে পূর্ব অসমের বনবিভাগের কর্তা অরুণ ভিগনেশ নোটিশে জানিয়েছেন। এরই পাশাপাশি ৮ এবং ৯ মার্চ বন্ধ থাকবে হাতির পিঠে করে যাত্রা।

    জারি করা নোটিশে আরও জানানো হয়েছে যে ৮ ও ৯ মার্চ কাজিরাঙা জাতীয় উদ্যান পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ৮ মার্চ পার্কে পৌঁছাবেন তিনি। ওই দিন প্রধানমন্ত্রী সেখানে রাত কাটাবেন বলে নোটিশে আশাপ্রকাশ করা হয়েছে। এই সফরের সময় নরেন্দ্র মোদী একটি জঙ্গল সাফারি উপভোগ করার সম্ভাবনা রয়েছে। জিপ এবং এলিফ্যান্ট সাফারির পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

    এখানে উল্লেখ করা প্রয়োজন যে ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে অসমের কাজিরাঙাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল। এ বছর উদ্যানটি সুবর্ণ জয়ন্তী বছর উদযাপন করছে। এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে।

    প্রধানমন্ত্রীর অসম সফর সূচি

    কাজিরাঙা জাতীয় উদ্যান পরিদর্শনের পাশাপাশি অসম সফরের সময় বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ৯ মার্চ জোরহাটে জেলারেল লাচিত বারফুকনের ১২৫ ফুট উচ্চতার ব্রোঞ্জ মূর্তি উন্মোচনের পরিকল্পনা রয়েছে তাঁর।

    এছাড়া, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে নির্মিত বাড়ির চাবি মালিকদের হাতে তুলে দেওয়ার কথা। শিবসাগরে একটি মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেখানে একটি দলীয় সমাবেশেও ভাষণ দেওয়ার কথা প্রধানমন্ত্রী। নির্বাচন উপলক্ষ্যে ভাষণ দিতে পারেন জোরহাটেও।

    অসম সফরের পরেই অরুণাচল সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে পশ্চিম কামেং-এ সেনা টানেলের উদ্বোধন করবেন। ইটানগরে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের কথা তাঁর। লোকসভা নির্বাচন উপলক্ষ্যেই প্রধানমন্ত্রীর উত্তর-পূর্ব ভারতের ২ রাজ্য সফর বলে মনে করা হচ্ছে।
  • Link to this news (এই সময়)