রাজনীতিতে পরিবারতন্ত্র নিয়ে একাধিকবার সরব হয়েছিলেন নরেন্দ্র মোদী। এ নিয়ে বিরোধী দলের নেতাদের কটাক্ষও করেছেন তিনি। পরিবারতন্ত্র নিয়ে মোদীকে পালটা দিতে ছাড়েন নি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। প্রধানমন্ত্রীর পরিবারহীনতা নিয়ে করেছিলেন তির্যকপূর্ণ মন্তব্য।লালুর মন্তব্যের পর হইহই করে নেমে পড়লেন বিজেপির শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রী যে পরিবারহীন নন, তা প্রমাণ করতে এক্স হ্যান্ডেলে বায়ো বদলের হিড়িক অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডাদের।
প্রকৃত ঘটনাটি কী?
৩ মার্চ অর্থাৎ রবিবার পাটনায় বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। পরিবাতন্ত্র নিয়ে মোদীর মন্তব্যের সমালোচনা করেছেন তিনি। এরই পাশাপাশি প্রধানমন্ত্রীর পরিবারহীনতা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি প্রবীণ নেতা।
সরব বিজেপি
পরিবার নিয়ে প্রধানমন্ত্রীকে লালুর খোঁচা কেন্দ্রের শাসক দল যে সহ্য করবে না, তা স্বাভাবিক। সোমবার সোশ্যাল মিডিয়ায় হইহই করে নেমে পড়েছেন তারা। নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে বায়ো বদল করতে দেখা গেছে অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সহ শীর্ষ বিজেপি নেতাদের। বায়োতে তাঁরা মোদি পরিবারের সদস্য হিসেবে করেছেন উল্লেখ।
মোদীর সমালোচনা
শুধু অমিত শাহ, জেপি নাড্ডারা নন, লালুপ্রসাদ যাদবের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন নরেন্দ্র মোদীও। তেলেঙ্গানায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, রাজনৈতিকভাবে লড়াই করতে না পেরে বিরোধীরা এখন আমার পরিবার নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। দেশের ১৪০ কোটি মানুষ তাঁর পরিবারের সদস্য বলে লালুপ্রসাদের উদ্দেশ্যে পালটা বার্তা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে প্রচারের ট্রেন্ড তৈরি করেছিল বিজেপি। ‘ম্যায় ভি চৌকিদার’ বলে শুরু করেছিল প্রচার। এবার মোদি কা পরিবার’ স্লোগানকে প্রচারের অস্ত্র হিসেবে কেন্দ্রের শাসক দল তুলে ধরার চেষ্টা করছে বলে ওয়াকিবহাল মহলের একাংশের মত। যদিও গত লোকসভা নির্বাচনে ‘ম্যায় ভি চৌকিদার’ স্লোগানের পালটা দিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
মোদীকে কটাক্ষ করে রাহুলের সেই স্লোগানকে ঘিরে দেশজুড়ে পড়ে গিয়েছিল শোরগোল। অতীতে দেখা গেছে মোদীকে নিয়ে বিরোধীদের কটাক্ষ, নির্বাচনে হাতিয়ার করেছিলে বিজেপি। পেয়েছিল সাফল্য। এবার লালুর পরিবার কটাক্ষকে কেন্দ্রের শাসক দল যে প্রচারে ইস্যু করবে, তা বলাই যায়।