• Barabanki BJP MP : অশালীন ভিডিয়োর জের, নাম প্রত্যাহার BJP-র আরও এক প্রার্থীর
    এই সময় | ০৪ মার্চ ২০২৪
  • প্রার্থী হিসেবে নাম প্রত্যাহার উত্তর প্রদেশের বারাবাঙ্কির BJP সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতের। লোকসভা ভোটে লড়বেন না বলে ঘোষণা করলেন তিনি। বর্তমানে এই কেন্দ্রেরই BJP সাংসদ তিনি। ২০২৪ লোকসভা নির্বাচনেও BJP তাঁকেই টিকিট দিয়েছে। নাম ঘোষণার পরই উপেন্দ্র সিং রাওয়াতের একটি আপত্তিজনক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতের অভিযোগ, এই ভিডিয়োটি সম্পূর্ণ নকল। AI পদ্ধতির মাধ্যমে একটি ডিপফেক ভিডিয়ো তৈরি করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে। এই মর্মে একটি FIR-ও দায়ের করেছেন তিনি। এরপরই সাংসদ সিদ্ধান্ত নেন, ভিডিয়োটি নকল এবং তিনি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি ভোটে লড়বেন না।

    সোমবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন বারাবাঙ্কির BJP সাংসদ উপেন্দ্র সিং রাওয়াত। তিনি বলেন, 'আমার একটি এডিট করা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে। AI পদ্ধতিতে ডিপফেক ভিডিয়ো তৈরি করে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। আমি এই নিয়ে একটি FIR দায়ের করেছি। আমি দলের সভাপতির কাছেও জানিয়েছি, এই নিয়ে যেন তদন্ত করা হয়। যতদিন না পর্যন্ত আমি নির্দোষ প্রমাণিত হচ্ছি, আমি কোনও ভোটে লড়ব না।' সাংসদ উপেন্দ্র সিং রাওয়াত আরও বলেন, 'আমি বারাবাঙ্কি থেকে আবার লোকসভার টিকিট পেতেই বিরোধীরা এই কাণ্ড ঘটিয়েছেন। এই ভিডিয়োটি সম্পূর্ণ ভুয়ো। আশা করব পুলিশ দ্রুত অপরাধীকে খুঁজে বের করবে।'

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিয়োতে দেখা যাচ্ছে এক মহিলার সঙ্গে আপত্তিজনক অবস্থায় রয়েছেন এক ব্যক্তি। তাঁকেই উপেন্দ্র সিং রাওয়াত বলে চিহ্নিত করা হচ্ছে। যদিও এই ভিডিয়োর কোনও সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল। ২০১৯ সালের লোকসভা ভোটে তৎকালীন সাংসদ প্রিয়াঙ্কা সিং রাওয়াতকে সরিয়ে উপেন্দ্র সিং রাওয়াতকে টিকিট দেওয়া হয়েছিল। বিপুল ভোটে জয় পান তিনি। ২০২৪ লোকসভাতেও ফের তাঁকেই বারাবাঙ্কি থেকে প্রার্থী করেছে BJP।

    BJP গত শনিবার লোকসভা ভোটের জন্য ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করে। এই তালিকায় ছিলেন আসানসোল আসনের প্রার্থী পবন সিং। বিশেষ কারণ দেখিয়ে তিনি ভোটের লড়াই থেকে পিছিয়ে এসেছেন। সোমবার BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করলেন এই ভোজপুরী গায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পবন সিং বলেন, 'যা হবে ভালোর জন্যই হবে। আমি BJP সভাপতির সঙ্গে কথা বলেছি। আমার বক্তব্য তাঁকে জানিয়েছি। যা সিদ্ধান্ত নেওয়া হবে, তা সকলের সামনে প্রকাশ করা হবে। সময় আসলে সবটা স্পষ্ট হবে।'
  • Link to this news (এই সময়)