• ISRO Chief S Somanath : মারণ ক্যানসারে আক্রান্ত ইসরো প্রধান, আদিত্য এল-১ উৎক্ষেপণের দিন মেলে দুঃসংবাদ
    এই সময় | ০৪ মার্চ ২০২৪
  • মারণ কর্কট রোগে আক্রান্ত ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মারণ রোগে আক্রান্তের কথা জানিয়েছেন তিনি। আদিত্য এল-১ সফল উৎক্ষেপণের দিনে শরীরে ক্যান্সার ধরা পড়েছিল বলে জানিয়েছেন ইসরো প্রধান।

    কী বলেছেন ইসরো প্রধান?

    সম্প্রতি ইসরোর আগামী মিশন নিয়ে একটি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইসরো প্রধান এস সোমনাথ। একান্তে সাক্ষাৎকারের সময় তাঁর শরীরে মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছে বলে জানিয়েছেন তিনি। ইসরো প্রধান জানিয়েছেন, চন্দ্রযান-৩ মিশনের সময় স্বাস্থ্য সমস্যা তৈরি হয়েছিল। তবে, ক্যান্সার নিয়ে কোনও স্পষ্ট ধারণা ছিল না তাঁর।কিন্তু এরপর তাঁর শারীরিক সমস্যা আরও বৃদ্ধি পেতে থাকে। অবশেষে চিকিৎসকের দ্বারস্থ হলে, স্ক্যান সহ বেশ কয়েকটি শারীরিক পরীক্ষা করতে দেওয়া হয়েছিল তাঁকে। আদিত্য এল-১ মিশনের দিনে শারীরিক পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছিলেন তিনি। সেই রিপোর্টে ক্যান্সারের আক্রান্তের খবর উল্লেখিত ছিল বলে জানিয়েছেন সোমনাথ।

    পরিবারের কাছে ধাক্কা

    ইসরোর চেয়ারম্যান আরও জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত খবর নিশ্চিত হওয়ার পর সাময়িরভাবে তিনি এবং তাঁর পরিবার ভেঙে পড়েছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর সহকর্মীদের কাছেও ছিল একটি ধাক্কা। এই চ্যালেঞ্জিং সময়ে সকলে তাঁর পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

    সোমনাথ জানিয়েছেন, এরপর চিকিৎসকের পরামর্শ মতো শুরু হয়েছিল কেমোথেরাপি। পর আক্রান্ত স্থানে অপারেশন করা হয়। বর্তমানে তিনি সুস্থ বলে জানিয়েছেন ইসরো প্রধান।

    ক্যান্সার নিরাময় সম্ভব

    সোমনাথ জানিয়েছেন, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর এই রোগ নিরাময় নিয়ে তিনিও অনিশ্চিত ছিলেন। কিন্তু বর্তমানে আধুনিত চিকিৎসা পদ্ধতি, তাঁর ধারণা আমূল বদলে দিয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর মতে, ক্যান্সার নিরাময় সম্ভব। আর তারজন্য মনের জোর রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

    ইসরো চেয়ারম্যান জানিয়েছেন, অপারেশনের পর মাত্র চারদিন হাসপাতালে কাটিয়ে বাড়িতে ফিরে এসেছিলেন। এরপরেই শুরু করেছিলেন ইসরোর কাজ। চিকিৎসার অঙ্গ হিসেবে বর্তমানে তিনি চিকিৎসকদের নিয়মিত চেকআপের মধ্যে রয়েছেন।

    প্রসঙ্গত, চন্দ্রযান-৩ মিশন সাফল্যের পর গত বছর ২ সেপ্টেম্বর মহাকাশ গবেষণায় নতুন নজির তৈরি করে ইসরো। সূর্যের দিকে পাড়ি দিয়েছিল মহাকাশযান আদিত্য এল-১। রকেট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল এর কাঁধে চেপে সূর্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল মহাকাশযানটি। সূর্যের বায়ুমণ্ডল সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য আদিত্য এল-১ উৎক্ষেপণ করা হয়েছিল।
  • Link to this news (এই সময়)