অনির্দষ্টকালের জন্য বাস ধর্মঘট, হয়রানির শিকার যাত্রীরা
এই সময় | ০৪ মার্চ ২০২৪
মালদা জেলার আঞ্চলিক পরিবহণ আধিকারিকের গাড়ি বন্ধ করে দেওয়ার হুমকির বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিল উত্তর দিনাজপুর জেলা বেসরকারি বাস - মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সোমবার উত্তর দিনাজপুর জেলা জুড়ে এই ধর্মঘটে সামিল হয়েছেন বেসরকারি বাস মালিকেরা। ফলে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের।বেসরকারি বাস মালিকদের অভিযোগ, কিছুদিন আগে এই জেলার দুটি গাড়িকে স্পিড মিটারের তার খুলে রাখার জন্য ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় মালদা আঞ্চলিক পরিবহণ আধিকারিকের পক্ষ থেকে। অথচ মালদা, দক্ষিণ দিনাজপুর জেলার গাড়িগুলিকে সেই জরিমানা করা হচ্ছে না। এমনকী উত্তর দিনাজপুর জেলার আঞ্চলিক পরিবহণ আধিকারিকের বিরুদ্ধে পরিবহণমন্ত্রী ও পরিবহণ সচিবের কাছে অভিযোগ জানালে মালদা জেলার আঞ্চলিক পরিবহণ আধিকারিক বেসরকারি বাস মালিকদের গাড়ির চাকা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে বলেও অভিযোগ। তার প্রতিবাদে এর আগেও তাঁরা বিভিন্নভাবে প্রতিবাদ জানালে প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে দাবি। এবার তাই সোমবার অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ করে ধর্মঘট পথে হাঁটলেন বেসরকারি বাস মালিকেরা। এখানেই শেষ নয়, অন্যান্য জেলার বাসও এই জেলায় আসবে না বলে জানিয়ে দিয়েছেন সংগঠনের নেতৃত্বরা। তাঁদের দাবি, দ্রুত এই ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা না হলে এই ধর্মঘট চালিয়ে নিয়ে যাওয়া হবে।
এই বিষয় উত্তর দিনাজপুর জেলা বাস - মিনিবাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক প্লাবন প্রামাণিক বলেন, 'উত্তর দিনাজপুর আঞ্চলিক পরিবহণ আধিকারিক ও মালদার আঞ্চলিক পরিবহণ আধিকারিক দু'জনে তুচ্ছ কারণে আমাদের গাড়িগুলিকে জরিমানা করেছিলেন, তার প্রতিবাদে ও মালদা আঞ্চলিক পরিবহণ আধিকারিক আমাদের জেলার গাড়িগুলির চাকা বন্ধ করে দেওয়ার যে হুমকি দিয়েছেন তারই প্রতিবাদে জেলাজুড়ে ধর্মঘট। তিনি আরও বলেন, অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট, যতদিন না প্রকৃত সত্য উদঘাটন হবে যে, কী কারণে মালদা, দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ বাদ দিয়ে শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলার ২টি গাড়িতে তুচ্ছ কারণে জরিমানা করলেন!'
এদিকে এই ধর্মঘটের জেরে সপ্তাহের প্রথম কাজের দিনেই সমস্যায় পড়তে হয়েছে নিত্যযাত্রীরা। যাত্রীদের দাবি, আগে এই ধর্মঘটের বিষয়ে কিছুই জানতেন না তাঁরা। বাসস্ট্যান্ডে এসে দেখছেন বাস বন্ধ। ফলে কী ভাবে গন্তব্যস্থলে যাবেন তা নিয়ে সমস্যায় পড়েছেন তাঁরা।