BJP In West Bengal: কাঁথি ও তমলুকের দুই সাংসদই নামছেন বিজেপি প্রার্থীর প্রচারে
এই সময় | ০৪ মার্চ ২০২৪
এই সময়, কাঁথি: খাতায় কলমে দু’জনেই তৃণমূল সাংসদ। একজন শিশির অধিকারী। অন্যজন দিব্যেন্দু অধিকারী। শিশির কাঁথি লোকসভা কেন্দ্রের তিন বারের সাংসদ। দিব্যেন্দু তমলুকের। এ বারের লোকসভা ভোটে কাঁথির বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামবেন দু’জনে। রবিবার তাঁরা পরিষ্কার জানিয়েছেন, তৃণমূলের সঙ্গে কেউ আর থাকবেন না। বাড়ির মেজ ছেলে শুভেন্দুর পথেই হাঁটবেন তাঁরা।শনিবার কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে সৌমেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছে বিজেপি। কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুর লোকসভা নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতা না থাকলেও এ দিন তিনি বলেন, ‘কাঁথি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলকে উৎখাত করে মোদীজিকে উপহার দেব।’ রবিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নম্বর ব্লকের চন্দনপুরে মন্দিরে পুজো দিয়ে বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করেন তিনি।
পুরপ্রধান থেকে সরাসরি লোকসভা ভোটে? এই নিয়ে জেলায় গুঞ্জন শুরু হলেও শিশির অধিকারীর দাবি, ‘সৌমেন্দু ভালো পুর প্রশাসক। সাধারণ মানুষের সঙ্গে ওর যোগাযোগ রয়েছে। আমার সঙ্গে একাধিকবার দিল্লির সংসদে গিয়েছে। আমার অফিসে থেকে কাজকর্মও করেছে। সব কিছু ওর চেনা। তাই সাংসদ হিসেবে নির্বাচিত হলে কাজের কোনও সমস্যা হবে না।’ দিব্যেন্দু অধিকারী বলেন, ‘ছোট ভাই বিজেপি প্রার্থী হওয়ায় আমরা খুশি। ওর নামে একাধিক মিথ্যা মামলা করেছে শাসকদল। আমরা ওর হয়ে প্রচারে নামব।’
২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে তৃণমূল বনাম অধিকারী পরিবারের যে লড়াই শুরু হয়েছিল, লোকসভা ভোটে তার পুনরাবৃত্তি হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও লোকসভা ভোটের প্রার্থী হিসেবে সৌমেন্দুকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের মন্ত্রী অখিল গিরি বলেন, ‘কোন দল কাকে প্রার্থী করবে সেটা সেই দলের বিষয়। তা নিয়ে কোনও মন্তব্য করব না। তবে পঞ্চায়েত নির্বাচনের পরে জেলার রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে।’ পটাশপুরের তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন, ‘কেউ আদর্শের রাজনীতি করে। আবার কেউ ব্যবসার জন্য রাজনীতি করে। ঠিক সময়ে মানুষ যোগ্য জবাব দেবে। কাঁথি আসনে তৃণমূল জিতবে।’