Sudip Banerjee’s Reaction: গত শুক্রবার থেকেই তৃণমূলে বিতর্ক চলছে। বিক্ষুব্ধ কুণাল ঘোষ। সোচ্চার তাপস রায়। উভয়ের নিশানায় সেই উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এখানেই থেমে থাকেননি কুণাল বা তাপস। কুণাল ঘোষ দলীয় দু’টি পদ থেকেই ইস্তফা দিয়েছেন। পাল্টা দলও তাঁকে শোকজ করেছে। অন্যদিকে তাপস রায় প্রথমে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন, পরে তৃণমূল ছেড়েছেন। এরপরই কুণাল সাংবাদিক বৈঠকে জানান যে, তিনি এদিন সন্ধ্য়ায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাংসদের বাড়িতে যাবেন। সন্ধ্যা সাতটার পর সুদীপের মৌলালীর বাড়িতে পৌঁছান কুণাল।