• India vs England 5th Test 2024: ‘বিলেতের মাঠে’ পঞ্চম টেস্টে নামছে ভারত-ইংল্যান্ড! ম্যাচে নামার আগেই কাঁপুনি ভারতীয়দের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ মার্চ ২০২৪
  • Dharamsala Weather Update:

    যেন ‘বিলেতের মাঠ’। এতটাই সাজানো গোছানো হিমাচল প্রদেশের ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়াম। আর আবহাওয়াও সেরকমই খামখেয়ালি। বৃহস্পতিবার এই মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ তথা পঞ্চম টেস্ট খেলতে নামবে ভারত। আর, সেখানে বেন স্টোকসের বাহিনী নয়। রোহিত ব্রিগেডের কাছে প্রধান শত্রু হয়ে উঠতে পারে বৃষ্টিমুখর আবহাওয়া। এমনটাই আশঙ্কা আবহাওয়াবিদদের।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)