• Himachal congress: হিমাচলের মজবুত সরকারকে দুলিয়ে দিলেন, প্রতিভা সিংয়ের খেলায় টলছে হিমালয়ের রাজ্য
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ মার্চ ২০২৪
  • Himachal crisis:

    ওঁরা কি দল ছাড়বেন? রাজ্যসভা নির্বাচনে ছয় কংগ্রেস বিধায়কের ক্রস-ভোটিংয়ের জেরে হিমাচল প্রদেশে তৈরি রাজনৈতিক সংকটের মধ্যে এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই রাজনৈতিক অশান্তির কেন্দ্রে রয়েছেন মা-ছেলে প্রতিভা সিং ও বিক্রমাদিত্য সিং। দু’জনেই বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। হিমাচল প্রদেশের ছয় বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং-এর স্ত্রী প্রতিভা সিং। ২০২২ সালে হিমাচল প্রদেশের দায়িত্ব নিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সেই সুখুর তীব্র সমালোচনা করেছেন প্রতিভা। পাশাপাশি, প্রতিভার ছেলে বিক্রমাদিত্য সিং দলের মধ্যে বিভিন্ন দাবি-দাওয়া ইস্যুতে সরব।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)