• ১০ মার্চ যুবভারতীতেই ডার্বি, ম্যাচের সময় নিয়ে কাটেনি জট ...
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষে জল্পনার অবসান। ডার্বি নিয়ে জট কাটতে চলেছে। অন্য রাজ্যে সরছে না ম্যাচ। ব্রিগেডের দিনই, অর্থাৎ ১০ মার্চ যুবভারতীতেই হবে আইএসএলের ফিরতি ডার্বি। তবে ম্যাচের সময় বদলাচ্ছে। সন্ধে সাড়ে সাতটার বদলে রাত ন"টায় খেলা শুরু হতে পারে। অবশ্য সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। এত রাতে খেলা হলে দূরের সমর্থকরা মাঠে আসতে পারবে না। তাই আধ ঘণ্টা এগিয়ে রাত সাড়ে আটটায় ডার্বি করার জন্য অনুরোধ জানায় ইস্টবেঙ্গল। কিন্তু রাত ন"টায় খেলা রাখতে রাজি নয় এফএসডিএল। ম্যাচ সম্প্রচারের একটা বিষয় রয়েছে। স্লট পাওয়ার ব্যাপার আছে। তারওপর সমর্থকদের কথাও ভাবতে হবে। তাই আইএসএল কর্তৃপক্ষ রাত আটটার পর ম্যাচ রাখতে চাইছে না। কিন্তু ব্রিগেড শেষ হওয়ার পর রাস্তাঘাট স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। নিরাপত্তাজনিত কারণে রাত ন"টায় ম্যাচ করার বিষয়ে সম্মতি জানিয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেট। তাঁদের সঙ্গে আরও এক প্রস্থ আলোচনা হবে। ডার্বি জট খুলতে আসরে নামতে হয়েছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে। সোমবার ডার্বি নিয়ে ম্যারাথন বৈঠক চলে। কিন্তু কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এবার বল পুলিশের কোর্টে। দিন নির্ধারিত হলেও সময় এখনও ঠিক হয়নি। পুলিশের চিঠি পাওয়ার পরই ডার্বির তারিখ এবং সময় সরকারিভাবে ঘোষণা করা হবে। আশা করা যাচ্ছে, মঙ্গলবারের মধ্যে ডার্বি জট খুলে যাবে। ডার্বি নিয়ে গত ৪৮ ঘণ্টা ধরে নাটক চলছে। প্রতি মুহূর্তে একাধিক সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। প্রথমে খেলার দিন পরিবর্তনের কথা শোনা যায়। কিন্তু তাতে রাজি ছিল না এফএসডিএল। তাই শোনা যায়, ভিন রাজ্যে সরে যেতে পারে ডার্বি। তালিকায় ছিল গুয়াহাটি, ভুবনেশ্বর এবং জামশেদপুরের নাম। টাটার শহর কলকাতা থেকে কাছে। ট্রেনে, বাসে যাওয়ার উপায় আছে। তাই বিকল্প হিসেবে এগিয়ে ছিল জামশেদপুর। তবে যেকোনও মূল্যে ডার্বি কলকাতায় করতে চাইছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। সোমবার রাতের শেষ আপডেট অনুযায়ী, ১০ মার্চ কলকাতাতেই হচ্ছে ডার্বি। ম্যাচ রাত ন"টায় হবে না সাড়ে আটটায় সেটা আলোচনা সাপেক্ষ। 
  • Link to this news (আজকাল)