• টেবিল টেনিসে ঐতিহাসিক মুহূর্ত, প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করল ভারতীয় দল ...
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষার অবসান। সরকারিভাবে পড়ল সিলমোহর। প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করল ভারতীয় টেবিল টেনিস দল। টেবিল টেনিসের ইতিহাসে এই প্রথমবার ভারতের পুরুষ এবং মহিলা দল অলিম্পিকের ছাড়পত্র পেল। ফেব্রুয়ারিতে বুসানে ওয়ার্ল্ড টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ভারতের কোয়ালিফাই করা প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। সোমবার এল সেই ঐতিহাসিক মুহূর্ত। পারফরম্যান্স এবং ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতেই অলিম্পিকের ছাড়পত্র পেল ভারতীয় দল। ভারতের পুরুষ দল ১৫তম স্থানে রয়েছে, মেয়েদের দল ১৩ নম্বরে। মহিলা দলে দেখা যাবে বাংলার দুই মেয়ে ঐহিকা মুখার্জি এবং সুতীর্থা মুখার্জিকে। তবে সিঙ্গলসে ভারতের হয়ে কারা প্রতিনিধিত্ব করবে সেটা এখনও ঠিক হয়নি। এদিন নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন ভারতীয় প্যাডলার শরথ কমল। সেখানে ক্যাপশন হিসেবে লেখেন, "অবশেষে অলিম্পিক্সে দলগতভাবে খেলার যোগ্যতা অর্জন করল ভারত। যা আমি দীর্ঘদিন ধরে চাইছিলাম। পঞ্চমবারের জন্য আমি অলিম্পিকে যাবে। তবে এবারেরটা স্পেশাল। ঐতিহাসিক কোটা অর্জন করার জন্য আমাদের মেয়েদের দলকেও অভিনন্দন।" ২০০৮ বেজিং অলিম্পিকে টেবিল টেনিসের অন্তর্ভুক্তির পর এই প্রথম দলগত বিভাগে যোগ্যতাঅর্জন করল ভারতীয় দল। বুসানে শরথ কমলের নেতৃত্বে প্রি কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ০-৩ এ হারে ভারত। অন্যদিকে মনিকা বাত্রার অধীনে চাইনিজ তাইপের কাছে ১-৩ এ হারে ভারতের মহিলা দল। তবে ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতে কোয়ালিফাই করে। পাঁচটি বিভাগেই প্রতিনিধিত্ব করবে ভারতীয় দল। এরমধ্যে রয়েছে পুরুষদের সিঙ্গলস, মহিলাদের সিঙ্গলস, মিক্সড ডবলস, পুরুষদের দলগত বিভাগ, মেয়েদের দলগত বিভাগ। 
  • Link to this news (আজকাল)