• ‌পিসিবি’‌র উপর বিরক্ত ইনজি
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পিসিবিকে একহাত নিলেন প্রাক্তন পাক ক্রিকেটার ইনজামাম উল হক। খারাপ পারফরম্যান্সের জন্য টিম ডিরেক্টরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মহম্মদ হাফিজকে। অথচ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে খারাপ করার পরেও নির্বাচক প্রধান পদে রেখে দেওয়া হয়েছে ওয়াহাব রিয়াজকে। এখানেই প্রশ্ন ইনজির। তাঁর মতে, এভাবে প্রাক্তন ক্রিকেটারদের টার্গেট করা ঠিক নয়। যেখানে কর্তারা কোনও দায়িত্ব নিতে চান না। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় ০–৩ টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। নিউজিল্যান্ডে ১–৪ ব্যবধানে হেরেছে টি২০ সিরিজ। ইনজির কথায়, ‘‌দলের খারাপ পারফরম্যান্সের পর টিম ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হল হাফিজকে। অথচ নির্বাচক প্রধান পদে রেখে দেওয়া হল ওয়াহাব রিয়াজকে!‌’‌ এরপরই তাঁর প্রশ্ন, ‘‌শুধু হাফিজকেই কেন বলির পাঁঠা করা হল?‌ কেন রিয়াজকে সরানো হল না?‌’‌ ইনজি মনে করিয়ে দিয়েছেন, ‘‌পিসিবি চেয়ারম্যান একজন শ্রদ্ধেয় ব্যক্তি। কিন্তু তাই বলে এভাবে প্রাক্তনদের অপমান করা ঠিক নয়।’‌
  • Link to this news (আজকাল)