• ‌ ১৫ জুনের মধ্যে খালি করতে হবে দিল্লির দলীয় কার্যালয়, আপকে নির্দেশ শীর্ষ আদালতের...
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আম আদমি পার্টিকে দলীয় কার্যালয় খালি করার নির্দেশ দিল শীর্ষ আদালত। আগামী ১৫ জুনের মধ্যে কার্যালয় খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দিল্লি হাইকোর্টের জমি দখল করে আম আদমি পার্টির দলীয় কার্যালয় তৈরি করার অভিযোগ উঠেছিল। সোমবার শীর্ষ আদালতে এই মামলায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ স্পষ্ট জানায় অরবিন্দ কেজরিওয়ালের দলকে খালি করতে হবে এই জমি। আপের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, দেশের ৬ রাষ্ট্রীয় দলের একটি হওয়ার সুবাদে দলীয় দপ্তরের জন্য জমি পাওয়ার অধিকার রয়েছে আপের। এভাবে নির্বাচনের আগে কোনও রাজনৈতিক দলকে রাস্তায় নামিয়ে দেওয়া উচিত নয়। এরপরই বিকল্প জমির আবেদন জানানো হয় দলের তরফে। এদিকে, আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে শীর্ষ আদালত ১৫ জুন অবধি আপকে সময় দিয়েছে দলীয় কার্যালয় খালি করার জন্য। এই সময়ের মধ্যে হাইকোর্টের জমি খালি করে দিতে হবে। সেখানে কোর্টের ভবন তৈরি হবে। দলীয় দপ্তরের জন্য বিকল্প জমি পেতে কেজরিওয়ালের দলকে দিল্লির ‘জমি ও উন্নয়ন দপ্তরের’র দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। ২০১৬ সালে রাউস অ্যাভিনিউয়ের ওই সরকারি বাংলো দখল করে আম আদমি পার্টির দপ্তর বানানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। 
  • Link to this news (আজকাল)