• ‌এক হাতে চা, অপর হাতে স্টিয়ারিং,‌ চালকের নির্বুদ্ধিতায় প্রাণ গেল একজনের, আহত ছয়...
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ এক হাতে চায়ের ভাঁড়, অন্য হাতে যাত্রী বোঝাই বাসের স্টিয়ারিং। যা হওয়ার তাই হল। নিয়ন্ত্রণ হারাল বাস। প্রথমে ধাক্কা মারলোগাছে। তার পরে উল্টোদিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। নিয়ন্ত্রণহীন বাসটির পিছনে এসে ধাক্কা মারল আরও একটি ডাম্পার। ঘটনায় মৃত্যু হল এক যাত্রীর। গুরুতর আহত ছয়জন। যাত্রী। মৃত যাত্রী চুঁচুড়া মনসাতলার বাসিন্দা। নাম নিলুফা বেগম ইয়াসমিন (৩৫)। আহতদের উদ্ধার করে ইমামবাড়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পোলবা থানার অন্তর্গত আলিনগর এলাকায়। জানা গেছে, মৃত নিলুফা বেগম ইয়াসমিন এদিন দাদপুরের বালিকুখারি গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, চুঁচুড়া তারকেশ্বর ১৭ নম্বর রুটের বাসটি যাত্রী নিয়ে তারকেশ্বর থেকে চুঁচুড়ার দিকে আসছিল। আলিনগরে একটি ত্রিপল কারখানার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছে ধাক্কা মারে। ডানদিকে কাটিয়ে রাস্তায় উঠতেই বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ হয়। গাছে ধাক্কা এবং নিয়ন্ত্রণ হারানোয় বাসের যাত্রীরা অনেকেই আসন ছেড়ে পড়ে যান। পোলবা থানার পুলিশ স্থানীয়দের সাহায্যে আহত যাত্রীদের উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে ভর্তি করে। বাসটিকে আটক করা হলেও চালক পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে বাসের চালক আলিনগর থেকে চা কিনে খেতে খেতে একহাতে বাস চালাচ্ছিল। চালকের ওভার কনফিডেন্স আর কেয়ারলেস মনোভাবের জন্যই দুর্ঘটনা ঘটেছে। প্রাণ গেছে এক যাত্রীর। দাবি স্থানীয়দের।
  • Link to this news (আজকাল)