• ঘোষণা হয়নি ভোটের দিন, ‌‌হুগলিতে হাজির কেন্দ্রীয় বাহিনী ...
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ হুগলিতে হাজির কেন্দ্রীয় বাহিনী। ভোটের দিন ঘোষণার আগেই বাহিনী এসে পৌঁছল চন্দননগর কমিশনারেট এলাকায়। সোমবার দুপুরে শ্রীরামপুর অমূল্যকানন বাস টার্মিনাসে এসে পৌঁছয় এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাস টার্মিনাসের উপরেই থাকার ব্যবস্থা করা হয়েছে বিএসএফ জওয়ানদের। চুঁচুড়া থানা এলাকাতেও আসে এক কোম্পানি বাহিনী। তাদের থাকার ব্যাবস্থা করা হয় চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের ভিতর ট্রেনিং সেন্টারে। জলপাইগুড়ি থেকে বিএসএফ জওয়ানদের বাসে করে নিয়ে আসা হয় চুঁচুড়ায়। ডানকুনিতেও থাকবে এক কোম্পানি। আপাতত মোট তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চন্দননগর কমিশনারেট এলাকায় থাকবে। লোকসভা ভোটের আগেই বাহিনী মোতায়েন হয়েছে বিভিন্ন জেলায়। রুট মার্চ করবে বলে জানা গেছে পুলিশ সূত্রে। প্রথম পর্যায় হুগলি গ্রামীণ ও চন্দননগর কমিশনারেট মিলিয়ে মোট পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। পরবর্তী সময়ে আরও বাহিনী আসবে।ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)