• ‌ডেপুটেশনের নামে ধুন্ধুমার,‌ পরিস্থিতি সামলাল পুলিশ
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • মিল্টন সেন, হুগলি:‌ বিজেপি যুব মোর্চার পুলিশ কমিশনারের অফিসে স্মারক লিপি জমা দেওয়ার ঘটনা ঘিরে ধুন্ধুমার চুঁচুড়ায়। স্মারকলিপি জমা দেওয়ার নামে রীতিমত আইন অমান্য করে বিজেপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি স্বাভাবিক রাখার উদ্দেশে পুলিশের তরফে আগে থেকেই পুলিশ লাইনের কিছুটা দূরে তিনটি ব্যারিকেড করে রাখা হয়েছিল। সোমবার দুপুরে সাংসদ লকেট চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা চুঁচুড়া ঘড়ির মোড়ে পৌঁছন। ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা বিজেপির সম্পাদক সুরেশ সাউ প্রমুখ। অভিযোগ, ঘড়ির মোড়ে পৌঁছে কোনও ঘোষণা বা কথাবার্তা ছাড়াই বিজেপি কর্মীরা ঝাঁপিয়ে পড়ে ব্যারিকেডের উপর। ক্রমাগত ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে তারা। পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে ব্যারিকেডে তুমুল হট্টগোল শুরু হয়। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তার মধ্যেই বিজেপি কর্মীরা ক্রমাগত ব্যারিকেড ভাঙার চেষ্ঠা চালাতে থাকে। লকেট চ্যাটার্জি পুলিশকে জানান, তারা কয়েকজন সিপিকে স্মারকলিপি জমা দিয়ে চলে আসবেন। পুলিশ প্রথম ব্যারিকেড থেকে সরে যায়। অভিযোগ, এরপর দ্বিতীয় ব্যারিকেড ভেঙে ফেলে বিজেপি কর্মীরা। বাধ্য হয়ে পুলিশ আবার তিন নম্বর ব্যারিকেডে তাদের আটকায়। লকেট সহ পাঁচ জনকে পুলিশ কমিশনারের অফিসে ঢোকার অনুমতি দেয় পুলিশ। বাইরে তখন বিক্ষোভ চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, ডেপুটেশন দেওয়ার কোনওরকম অনুমতি নেওয়া হয়নি। অনুমোদন ছাড়াই বিজেপি এই কাণ্ড ঘটিয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ছবি:‌ পার্থ রাহা
  • Link to this news (আজকাল)