• স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে অভিযোগ একগুচ্ছ, সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেবে রাজ্য সরকার...
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার নিয়ে নানা অনিয়মের অভিযোগ নিরসনে এবার আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর তেমনটাই। এর ফলে কোনও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র রোগীর ভুয়ো রিপোর্ট ও জাল কাগজপত্র তৈরি করলে তা তৎক্ষণাৎ হাতেনাতে ধরা পড়বে। জানা গেছে, স্বাস্থ্য সাথী প্রকল্পের একাধিক অভিযোগ খতিয়ে দেখে জানা গিয়েছে, কোন কোন ক্ষেত্রে রোগী সামান্য অসুস্থতা নিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করালেও স্বাস্থ্য সাথী কার্ডে একাধিক রোগের চিকিৎসা দেখিয়ে কয়েক লক্ষ টাকা বিল করেছে। কখনও বা রোগীর ছুটি হয়ে যাওয়ার পরও খাতায় কলমে অতিরিক্ত কয়েকদিন ভর্তি দেখানো হচ্ছে। এই সকল কারচুপি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে সহজেই ধরে ফেলা যাবে।
  • Link to this news (আজকাল)