• 'নির্বাচনী বন্ডের তথ্য দিতে আরও সময় লাগবে', সুপ্রিম কোর্টের দ্বারস্থ স্টেট ব্যাংক!
    ২৪ ঘন্টা | ০৫ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর মাত্র ২ দিন। নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য় দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আরও সময় চাইল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ৩০ জুন পর্যন্ত সময়সামী বাড়ানোর আর্জি জানিয়েছে এসবিআই। 

    ঘটনাটি ঠিক কী? প্রায় ৩ সপ্তাহ পার। লোকসভা ভোটের আগে নির্বাচনী বন্ড বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ডিআই চন্দ্রচূড়ের মতে, 'নির্বাচনী বন্ড অংসাবিধানিক'। শুধু তাই নয়, স্টেট ব্যাংককে ৬ মার্চের মধ্য়ে নির্বাচনী বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য নির্বাচন কমিশনকে জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।  কেন সময়সীমা বাড়ানোর আর্জি? সুপ্রিম কোর্টে স্টেট ব্যাংক জানিয়েছে, তাদের তথ্যভান্ডার থেকে যাঁরা নির্বাচনী বন্ডে টাকা দিয়েছে, তাঁদের প্রত্যেকে তথ্য বের করা এবং তাঁদের থেকে সেই তথ্য় যাচাই করার প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। মামলাকারীর আরও বক্তব্য, নিয়মমাফিক নির্বাচনী বন্ডে অর্থ প্রদানকারীর নাম গোপন রাখা হয়। ফলে এখন কে কত টাকা দিয়েছে? তা এত কম সময়ে খুঁজে বের করাও সম্ভব নয়। 
  • Link to this news (২৪ ঘন্টা)