• আপকে তার প্রধান কার্যালয় সরিয়ে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের, দেওয়া হল সময়সীমা
    ২৪ ঘন্টা | ০৫ মার্চ ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আম আদমি পার্টির উপরে জোর ধাক্কা। দিল্লিতে তাদের যে প্রধান কার্যালয় রয়েছে তা সরিয়ে নিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। লোকসভা ভোটের আগে এরকম রায় হলেও আপকে তাদের অফিস সরিয়ে নেওয়ার জন্য আগামী ১৫ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অভিযোগ ছিল জায়গা দখল করে পার্টি অফিস করেছিল আপ। ওই জায়গাটি ছিল হাইকোর্টের সম্প্রসারণের জন্য।

    ওই রায়ে আরও বলা হয়েছে, জমির জন্য আম আদমি পার্টি কেন্দ্রের ল্যান্ড অ্যান্ড ডেভলপমেন্ট বোর্ডের কাছে আবাদেন করতে পারে। সুপ্রিম কোর্ট ওই মামলা উঠেছিল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি জে পি পাদরিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চে। সেই মামলায় বেঞ্চের তরফে মন্তব্য করা হয়, আমরা ল্যান্ড অ্যান্ড ডেভলপমেন্ট বোর্ডকে বলব আপের আবেদন নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। আর এনিয়ে কী হল তা ৪ সপ্তাহের মধ্যে বলতে হবে। আপ ওই জমিতে কোনওভাবেই থাকতে পারে না।উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই সুপ্রিম কোর্ট মন্তব্য করে হাই কোর্ট সম্প্রসারণের জন্য যে জায়গা দেওয়া হয়েছিল তা দখল করে বসে আছে আম আদমি পার্টি। মন্তব্যের পরপরই গত ১৫ ফেব্রুয়ারি একটি বৈঠকে বসে দিল্লি সরকার। সেথানে ঠিক হয় ২ মাসের মধ্যে ওই জায়গা খালি করে দেওয়া হবে। তবে তার জন্য অন্য একটি জায়গা দিতে হবে। তার পর থেকে বিষয়টি নিয়ে আর কোনও কথা ওঠেনি। আজ ওই ওই মামলার রায় দিতে গিয়ে রীতিমতো উষ্মা প্রকাশ করেন বিচারপতিরা।সোমবার ওই মামলার শুনানিতে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, কেউ আইন তার নিজের হাতে তুলে নিতে পারে না। একটা রাজনৈতিক দল কীভাবে ওই জায়গায় বসে থাকতে পারে? সব জবরদখল সরিয়ে দেওয়া হবে। হাইকোর্টকে ওই জায়গা ফিরিয়ে দিতে হবে। ওই জায়গা সাধারণ মানুষের জন্য ব্য়বহৃত হবে। পূর্ত সচিব, অর্থ সচিবের উচিত উচ্চ আদালতের রেজিস্টারের সঙ্গে এনিয়ে কথা বলা। গোট বিষয়টি পরবর্তী শুনানির আগেই ঠিক করে ফেলতে হবে।আম আদমি পার্টির পক্ষে সুপ্রিম কোর্টে আজ সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁকে প্রধান বিচারপতি বলেন, আপনার এই মামলায় দাঁড়ানো ঠিক হয়নি। দিল্লি হাইকোর্টের জায়গা আপনারা নিয়ে নিতে পারেন না। আপনারা চাইছেন আদালতকে ব্যাবহার করে জমিটা পেতে। আদালত তো তা হতে দিতে পারে না।    
  • Link to this news (২৪ ঘন্টা)