• একই দেওয়ালে ভোটের প্রচারে রাম-বাম! কটাক্ষ শাসক দলের
    ২৪ ঘন্টা | ০৫ মার্চ ২০২৪
  • চম্পক দত্ত: একই দেওয়ালে অবস্থান বাম-বিজেপির। সাইট ফর লেখা সিপিআইএম-এর দেওয়ালে আঁকা রয়েছে বিজেপির প্রতীক পদ্ম চিহ্ন! এই ছবিকে হাতিয়ার করে সামাজিক মাধ্যমে কটাক্ষ শাসকদলের। যদিও পরে ঘটনা জানাজানি হতেই চুন দিয়ে DYFI লেখা মুছে দেওয়াল ভাগ করে নিল বিজেপি। বামেদের দাবি, ওই দেওয়ালে বরাবরই তারা লিখে থাকে। তৃণমূলের যুব সভাপতি অহেতুক কুৎসা করে বামপন্থীদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং সেটিং তত্ত্ব খাড়া করার অপপ্রচার করছে। বামেরা তৃণমূল-বিজেপি উভয়ের বিরুদ্ধেই লড়াই করছে।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের দাসপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নিমতলা এলাকায়। এই নিমতলা এলাকায় লোকসভা ভোটের প্রচারে একটি দেওয়াল লিখনকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। ইতিমধ্যে সেই দেওয়াল লিখনকে সামাজিক মাধ্যমে তুলে ধরে কটাক্ষ করতে দেখা গিয়েছে ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তীকে।

    শাসকদলের জেলা যুব সভাপতির বক্তব্যে, ‘দাসপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত দাসপুর ১ নম্বর অঞ্চলের ১৪ নম্বর বুথের নিমতলা এলাকায় বিজেপি সিপিএম-এর দেওয়ালে তাদের প্রতীক চিহ্ন এঁকেছে। এটা রাজনৈতিক ভাবে তারাই উত্তর দেবে। সিপিএম-বিজেপি তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমরা এতদিন ধরে অভিযোগ করে আসছিলাম সিপিএম-এর কোলে বিজেপি দোলে। আর বিজেপির কোলে সিপিএম দোলে। এটা মানুষ বিশ্বাস করেনি আজকের পর এই ছবি দেখে তা স্পষ্ট হয়ে গেল’।কী আছে ওই দেওয়াল লিখনে যাকে ঘিরে জোর রাজনৈতিক জল্পনা? নিমতলা এলাকার ওই দেওয়ালে চুন দিয়ে সাইট ফর এর একপাশে লেখা 'CPI(M) 2024, অপর পাশে লেখা 2024 DYFI' আর তার মাঝে বিজেপির প্রতীক পদ্ম ফুল আঁকা। আর এহেন দেওয়াল লিখনের ছবি প্রকাশ্য আসতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।ঘটনা যাইহোক, একই দেওয়ালে বাম-বিজেপির অবস্থানকে হাতিয়ার করে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে তা তুলে ধরে সরব হয়েছে শাসকদল তৃণমূলের যুব সংগঠন। ঘটনা জানাজানি হতেই বিজেপির তরফে দাসপুর ১ মন্ডলের সম্পাদক আবির মল্লিক নিজে হাতে চুন দিয়ে ওই দেওয়ালের একপাশে DYFI লেখা মুখে দিয়ে দেওয়াল ভাগ করে নেন।কেন নিজেরা DYFI লেখা মুছে দিলেন, সেই নিয়ে দাসপুর ১ মন্ডল বিজেপির সম্পাদক আবির মল্লিক জানান, ‘দেওয়ালটা ঘর মালিক দুজনকেই দিয়েছে, সিপিএমকেও দিয়েছে বিজেপিকেও দিয়েছে। সিপিএম হয়তো পুরোটাই লিখে দিয়েছিল। সেটা আমরা মুছে দিয়ে দেওয়াল দু’ভাগ করে দিলাম’।এই বিষয়ে DYFI দাসপুর লোকাল কমিটির সভাপতি ও জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রাজকুমার বিষুই বলেন, ‘বিষয়টি শুনেছি এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছি। এটার তীব্র নিন্দা জানাচ্ছি। তৃণমূলের যুব সভাপতি ওই দেওয়ালকে নিয়ে বামপন্থীদের যুব সংগঠনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং দাসপুরে বাম বিজেপির সেটিং তত্ত্ব খাড়া করা চেষ্টা চলছে। আসলে I.N.D.I.A জোট নিয়ে জখন সব বিরোধী দল একজোট সেখানে এরাজ্যের তৃণমূল সুপ্রিমো কী ভূমিকা নিয়েছে সেটা সবাই জানে’।তিনি আরও বলেন, ‘ওরাই বিজেপির সঙ্গে সেটিং করে চলছে। আর ওই দেওয়ালের তিনজন মালিকানা রয়েছে বরাবরই আমরা ওই দেওয়ালে নির্বাচনী প্রচারের জন্য দেওয়াল লিখে থাকি। এই রকম নোংরা রাজনীতি করে বামপন্থীদের আন্দোলনকে দমানো যাবেনা। আমরা বরাবরই তৃণমূল আর বিজেপি উভয়ের বিরুদ্ধেই লড়াই করি’।একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগের আঙুল তুললেও ওই দেওয়ালকে ঘিরে দাসপুরে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে। 
  • Link to this news (২৪ ঘন্টা)