'পরিবারের নাম তৃণমূল কংগ্রেস', সুদীপের বাড়িতে চা-চক্রে সুর নরম কুণালের!
২৪ ঘন্টা | ০৫ মার্চ ২০২৪
মৌমিতা চক্রবর্তী: বিস্ফোরণের পর এবার 'চায়ে পে চর্চা'! সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কুণাল ঘোষ। বললেন, 'যে ছোটোখাটো কিছু মেরামতি আমাদের দরকার, ভুল বোঝাবুঝি কমিয়ে আনা ইত্যাদি...সেরকম কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। খুব বিস্তারিত বলার জায়গা নয়'।
ঘটনাটি ঠিক কী? 'বেসুরো' কুণাল ঘোষ! স্রেফ তৃণমূলের জোড়া পদ থেকে ইস্তফা নয়, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর রীতিমতো খড়গহস্ত তিনি। গত কয়েক দিন ধরে লাগাতার আক্রমণ করছেন দলের সাংসদকে! এরপর আজ, মঙ্গলবার কুণালকে শোকজ করে তৃণমূল। বিকেলে সাংবাদিক সম্মেলনে কুণাল বলেন, 'আমাকে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিমন্ত্রণ করেছে। আমি সন্ধ্যে ৭টায় চা খেতে যাব। আমাকে মিটিংয়ে না ডাকা ওর ভুল হয়েছে, সেটা জানিয়েছেন। সামনাসামনি কথা বলে নেব'। সেইমতো বউবাজারে সুদীপের বাড়িতে যান তিনি। বরফ কী গলল? কুণাল বলেন, 'কিছু বিষয় ছিল। পার্টি একটাই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবারের নাম তৃণমূল কংগ্রেস। বিকেলে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেন। কিছু বিষয়ে কথা হয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে চা খাওয়ার আমন্ত্রণ জানান। সেকারণেই আসা'।এদিকে কুণাল একা নন, তাঁর পাশে দাঁড়িয়ে সুদীপকে নিশানা করেছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়ও। শেষপর্যন্ত দল ছাড়লেন তিনি। কুণাল বলেন, 'সুদীপ বন্দ্যোপাধ্যায় এটা বলেছেন যে, আমিও চায়নি বা চাই না, তাপস চলে যাক। তাপস রায়ের কাছে গিয়ে ব্রাত্য় বসু ও আমি অনুরোধ করেছিলাম। তারপরেও আমাদের একটা অনুরোধ থাকছে. তাপসদা যদি কোনও যন্ত্রণা বা সমস্য়ার কারণে ইস্তফা দিয়েও থাকেন, যদি মনে হয় সমস্যা হয়েছে, কিছুদিন বিশ্রামে থাকুন। বিপক্ষ কোনও দলে যোগদান করবেন না'।