• Fake Passport Case : কলকাতার পাসপোর্ট, মস্কোয় আটক রোহিঙ্গা যুবক-যুবতী
    এই সময় | ০৫ মার্চ ২০২৪
  • অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি

    কলকাতা থেকে জাল ভারতীয় নথি জমা দিয়ে পাসপোর্ট জোগাড় করে কি তা পৌঁছে যাচ্ছে মিয়ানমার-বাংলাদেশ রুটে? সাম্প্রতিক একটি ঘটনার সূত্র ধরে এমনই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের মনে৷ গোয়েন্দাদের নজরে এসেছে, যেখানে দীর্ঘ সময় ভারতে লুকিয়ে থাকার পরে ভারতীয় পাসপোর্ট হাসিল করে জাল ভিসার মাধ্যমে রাশিয়ায় পাড়ি দিয়ে সেখান থেকে ভারতে ডিপোর্টেড হয়েছে দু’জন রোহিঙ্গা৷এই ঘটনায় সামনে এসেছে বাংলার যোগও৷ কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেই মিয়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা ভারতীয় পাসপোর্ট যোগাড় করেছিল বলে অভিযোগ উঠেছে৷ তার আগে মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে ভারতে পালিয়ে এসে ওই দু’জন উত্তর ২৪ পরগনার বনগাঁ, হাবড়া, বসিরহাট, দত্তপুকুর এলাকায় ছ’মাসের বেশি সময় ধরে লুকিয়ে থেকে ভারতীয় আধার ও ভোটার কার্ডও জোগাড় করে ফেলেছিলেন৷

    সূত্রের খবর, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে সেখানকার একটি শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছিলেন ওই রোহিঙ্গা যুবক-যুবতী৷ ওই শিবিরে মাস ছয়েক খানেক কাটানোর পরে সেখান থেকে এক দালাল মারফত ত্রিপুরায় আন্তর্জাতিক সীমান্ত টপকে ভারতে ঢোকেন দু’জন৷ আগরতলা সংলগ্ন এলাকায় কয়েক মাস থাকার পরে তাঁরা পশ্চিমবঙ্গে প্রবেশ করেন দালাল মারফত৷ প্রথমে বনগাঁ সংলগ্ন একটি গ্রাম এবং পরে হাবরা, বসিরহাট ও দত্তপুকুর এলাকায় ছ’মাসের বেশি সময় ধরে লুকিয়ে ছিলেন দু’জন৷

    এই সময়ের মধ্যেই তাঁরা ভারতের রেশন, আধার ও ভোটার কার্ড জোগাড় করে ফেলেন৷ তদন্তকারীরা জানতে পেরেছেন, সেই নথি ব্যবহার করে দালালের সূত্র ধরে কলকাতার আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে নাম বদলে ভারতীয় পাসপোর্টও জোগাড় করেন তাঁরা। তারপরে দিল্লি গিয়ে ওই যুবক-যুবতী কিছুদিন থেকে জাল রুশ ভিসার ব্যবস্থা করে ফেলেন৷ মস্কো বিমানবন্দরে নামার পরে সেখানকার ফেডারেল মাইগ্রেশন সার্ভিস অফিসারদের হাতে আটক হন দু’জন৷ সেখানেই ভেরিফিকেশন পর্বে দেখা যায়, তাঁদের হাতে থাকা রুশ ভিসা জাল৷

    এরপরই দু’জনকে ভারতে ডিপোর্ট করার সিদ্ধান্ত নেন মস্কো বিমানবন্দরের অভিবাসন বিভাগের আধিকারিকরা৷ তাঁরা দিল্লিতে নামার সঙ্গে সঙ্গে তাঁদের আটক করে বিমানবন্দর থানার পুলিশ৷ দিল্লি আইজিআই এয়ারপোর্টের ডিসিপি ঊষা রঙ্গনানি জানান, রাশিয়া থেকে ভারতে ডিপোর্টেড হওয়া দু’জনের পাসপোর্টে নাম রয়েছে শুভজিত্‍ দাস ও ববিতা রায়। তাঁদের জেরা করে জানা যায় রোহিঙ্গা পরিচয়৷ বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় গোয়েন্দাদেরও৷
  • Link to this news (এই সময়)