চেন্নাই: চলতি মাসে পরপর দু’বার বোমাতঙ্ক ছড়াল তামিলনাড়ুর একটি স্কুলে। রবিবার কোয়েম্বাটুরের পিএসবিবি মিলেনিয়াম স্কুলে এ দিন একটি মেলে বোমা রাখার খবর আসে। উদ্বিগ্ন সোমবার সকালে স্কুল কর্তৃপক্ষ পুলিশে খবর দেন। বম্ব ডিটেকশন ও ডিসপোজ়াল স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।পড়ুয়াদের দ্রুত বের করে খালি করে দেওয়া হয় স্কুল। কিন্তু স্কুলে তল্লাশি করেও কোনও বোমা পাওয়া যায়নি। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায় স্কুলপড়ুয়া ও অভিভাবকদের মধ্যে। গত ১ মার্চও এই স্কুলে বোমা রাখার ভুয়ো খবরে আতঙ্ক ছড়িয়েছিল।
এ দিন কাঞ্চীপুরমের একটি স্কুলেও বোমা রাখা আছে বলে একটি ফোনে আতঙ্ক ছড়ায়। সেখানেও স্কুল খালি করে তল্লাশি চালিয়ে কিছু মেলেনি। ৮ ফেব্রুয়ারি গ্রেটার চেন্নাইয়ের ১৩টি স্কুলে বোমা রাখার খবর দিয়ে ইমেল আসে পুলিশের কাছে। সেবারও সবক’টি স্কুলে তল্লাশি চালিয়ে কিছু মেলেনি।
বারবার স্কুলে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানোর পিছনে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তদন্তের জন্য একটি সাইবার সেল গঠন করা হয়েছে।