• Kolkata Weather Forecast : বৃষ্টির ভ্রুকুটি নাকি রোদ ঝলমলে বসন্ত? জানুন আবহাওয়ার আপডেট
    এই সময় | ০৫ মার্চ ২০২৪
  • কখনও রোদ, কখনও বৃষ্টি। আবহাওয়ার খামখেয়ালিপনা মার্চের শুরুতে। গরমের পাওয়ার প্লে ব্যাটিং এখনও শুরু হয়নি। তার মধ্যে মার্চের শুরুতে ক্ষণিক বৃষ্টির জন্য তাপমাত্রা ওঠানামা করছে। যদিও এই সপ্তাহ থেকেই আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।তবে মঙ্গলবার থেকে উত্তর পশ্চিমের হাওয়া বইবে। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা একই রকম থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে। আজ থেকে শুক্রবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির সেরক। সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

    কলকাতার আবহাওয়া কেমন?

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যায় বিক্ষিপ্তভাবে। তবে মঙ্গলবার বৃষ্টির সেরকম কোনও সম্ভাবনা নেই।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন?

    দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানানো হয়েছে। দিনের বেলা তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের দিকে স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকবে। নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই সপ্তাহে আগামী ৪ দিন আবহাওয়ার কোনও বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস।

    আজও জেলায় জেলায় দুর্যোগের ভ্রুকুটি, নজরে আবহাওয়া

    উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?

    উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দুই দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ার জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং জেলায় আগামী বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে একই আবহাওয়া বিরাজ করবে।

    উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। তবে এই সপ্তাহের শেষ থেকে ধীরে ধীরে গোটা বঙ্গ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। তবে কাঠফাটা গরম পড়ার সময় এখনও আসেনি, পরবর্তী সপ্তাহ থেকে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। বসন্তের মনোরম পরিবেশ উপভোগ করার সুযোগ রয়েছে রাজ্যবাসীর কাছে। দিনের বেলা কিছুটা তাপমাত্রা বাড়লেও সকাল এবং বিকেলের পর থেকে রাত পর্যন্ত আরামদায়ক আবহাওয়া বজায় থাকবে।
  • Link to this news (এই সময়)