Abhijit Gangopadhyay: শেষ দিনে এক জেলা জজের বিরুদ্ধে পদক্ষেপের বার্তা বিচারপতি গাঙ্গুলির
এই সময় | ০৫ মার্চ ২০২৪
এই সময়: রবিবার দুপুরের পর থেকে বাংলায় লোকসভা ভোটের আবহে তিনিই আলোচনার শিরোনাম। গত দিন আটেক তিনি হাইকোর্টে এলেও এজলাসে বসেননি। রবিবার সংবাদমাধ্যমে পদত্যাগের কথা ঘোষণা করার পর সোমবার আর এজলাসে বসবেন কিনা, তা নিয়ে প্রবল কৌতূহল ছিল হাইকোর্টে। কোনও দিনই সময়ে এজলাসে না বসায় অভ্যস্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এ দিনও প্রথমার্ধে এজলাসে আসেননি।আদৌ আসবেন কিনা, সে সংশয় বাড়ছিল। শেষ পর্যন্ত বেলা আড়াইটে নাগাদ এজলাসে পৌঁছন। বেশ খোশমেজাজেই ছিলেন। এজলাসে বসেই মামলা ডাকতে নির্দেশ দেন। এরই মধ্যে বর্ষীয়ান কয়েক জন আইনজীবী তাঁকে অনুরোধ করেন, দয়া করে যাবেন না। আপনার এখানে এখনও অনেক কিছু দেওয়ার আছে। যদিও আইনজীবীদের সে আবেদনে আন্তরিকতার থেকে ভদ্রতার দায়ই বেশি ছিল বলে মনে করছেন এজলাসে উপস্থিত অন্যরা। বিচারপতি নিজের সিদ্ধান্তে অনড় বুঝে তাঁরা আর কথা না বাড়িয়ে বিচারপতিকে পরবর্তী অধ্যায়ের জন্যে শুভেচ্ছা জানান।
বিচারপতি মন্তব্য করেন, ‘আমি আমার সব কাজ শেষ করেছি। শুনানি শেষ হয়ে গিয়েছে, অথচ রায় দেওয়া হয়নি--এ রকম সব মামলার রায় দেব এখন।’ এসএসসি’র মামলা তাঁর এজলাস থেকে বছর দেড়েক আগে সরিয়ে দেওয়া হলেও ৬২টি মামলা হার্ড-ইন-পার্ট হিসেবে নিজের কছেই রেখেছিলেন। এ দিন সেই মামলাগুলি রিলিজ করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এক মহিলা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি আপনার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই। আমার ছেলে আপনার জন্যে চিকিৎসার সুযোগ পেয়েছে। আমি কাল খবরে আপনার চলে যাওয়ার বিষয়টি জেনে খুবই কষ্ট পেয়েছি। আপনি আমার জন্যে যা করেছেন তার জন্যে আমি কৃতজ্ঞ। আপনি আশীর্বাদ করুন আমি যেন সঠিক বিচার পাই।’ অন্য এক মহিলা বলেন, ‘এই ১৭ নম্বর এজলাস আমাদের কাছে মন্দির ছিল। কেন যাচ্ছেন স্যর? আমরা এখন কোথায় যাব? আমাদের কী হবে?’ বিচারপতি বলেন, ‘আমি পায়ে হাত দিয়ে প্রণাম নিই না। ২৯ থেকে ৩০ বছর হলো আমার কলকাতা হাইকোর্টে। দুঃখের বিষয় কিছুই নয়। একদিন না একদিন যেতেই হতো। আজ বা কাল।’
শুনানি শেষ হয়ে গিয়েছে, প্রাইমারি স্কুল সংক্রান্ত এমন একটি মামলায় তমলুকের প্রাক্তন জেলা জজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত বলে পর্যবেক্ষণে মামলাটি প্রধান বিচারপতির বিবেচনার জন্যে পাঠিয়ে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। আজ, মঙ্গলবার তিনি ইস্তফা দেবেন। রাজনীতিতে যাওয়ার ব্যাপারে যাবতীয় প্রশ্নের উত্তরও মঙ্গলবারই দেবেন বলে জানিয়েছেন।