Gaza-Israel War : ইজরায়েল-হামাস যুদ্ধের বলি ভারতীয়, ক্ষেপণাস্ত্র হামলায় মৃত কেরালার বাসিন্দা
এই সময় | ০৫ মার্চ ২০২৪
উত্তর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় বেঘোরে প্রাণ হারালেন এক ভারতীয়। জখম হয়েছেন আরও ২ জন। তাঁরা সকলেই কেরালার বাসিন্দা। তেল আবিবকে লক্ষ্য করে লেবানন থেকে ছোঁড়া অ্যান্টি-ট্যাঙ্ক মিশাইলের আঘাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
প্রকৃত ঘটনাটি কী
ইজরায়েলি প্রশাসন সূত্রে খবর, সোমবার সকালে স্থানীয় সময় প্রায় ১১টা নাগাদ লেবানন থেকে ছোঁড়া অ্যান্টি-ট্যাঙ্ক মিশাইলটি ইজরায়েলের উত্তর সীমান্ত এলাকায় মার্গিলিওটের কাছে একটি বাগানে এসে পড়ে। সেখানে ছিলেন কেরালার বাসিন্দা তিন ব্যক্তি। মিশাইলের আঘাতে ১ জন নিহত এবং ২ জন জখম হয়েছেন বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
৩ কেরালার বাসিন্দাকে সনাক্ত করা গেছে
মিশাইল হামলায় নিহত ও জখম ভারতীয়দের সনাক্ত করা গেছে বলে জানিয়েছে ইজরায়েলি প্রশাসন। মৃত পাটনিবিন ম্যাক্সওয়েল কেরালার কোল্লামের বাসিন্দা। এছাড়া, জখম বুশ জোসেফ জর্জ এবং পল মেলভিন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। জখমদের মধ্যে জর্জের শারীরিক অবস্থা গুরুতর বলে খবর। অপারেশনের পর বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অন্যদিকে, কেরালার ইদুক্কি জেলার বাসিন্দা মেলভিনের আঘাত গুরুতর নয় বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।
হামলার পিছনে হিজবুল্লাহ গোষ্ঠী
ক্ষেপণাস্ত্র হামলার পিছনে লেবানন মদতপুষ্ট গিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে বলে আশঙ্কাপ্রকাশ করেছে ইজরায়েল। গত বছর অক্টোবরে হামাসের সঙ্গে সংঘর্ষের পর থেকে উত্তর ইজরায়েলে হিজবুল্লাহ গোষ্ঠী রকেট, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে বলে অভিযোগ।এদিকে ইজরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে মিশাইল হামলায় সাতজন বিদেশী জখম হয়েছে। এঁদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। সেনাবাহিনীর কপ্টারে করে তাঁদের ইজরায়েলের একাধিক হাসপাতালে ভর্তি করা হয়।
পালটা আঘাত ইজরায়েলের
হিজবুল্লাহ গোষ্ঠীর মিশাইল হামলার পাল্টা জবাব দিয়েছে তেল আবিব। জঙ্গি শিবির লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে বলে খবর। দক্ষিণ লেবাননের চিহিন সহ বেশ কয়েকটি স্থানে হিজবুল্লাহ শিবির লক্ষ্য করে গোলাবর্ষণ করে ইজরায়েলি সেনা। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত বছর অক্টোবর মাসে গাজা ভূখণ্ড থেকে ইজরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা চালায় হামাস। এরপর গাজা ভূখণ্ডকে হামাস মু্ক্ত করতে পাল্টা হামলায় চালায় তেল আবিব। হামাসের সমর্থনে হিজবুল্লাহ গোষ্ঠীও উত্তর ইজরায়েল এবং সামরিক শিবিরগুলিতে হামলা শুরু করে।
এখনও পর্যন্ত হামলায় ৭ জন অসামরিক ব্যক্তি এবং ১০ জন ইজরায়েলি সেনার মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে ইজরায়েলি হানায় ২২৯ জন হিজবুল্লাহ সদস্যের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ।