• Narendra Modi Death Threat : কংগ্রেস ক্ষমতাই এলেই নরেন্দ্র মোদীকে হত্যা! তরোয়াল হাতে হুমকি ভিডিয়ো ব্যক্তির, দায়ের FIR
    এই সময় | ০৫ মার্চ ২০২৪
  • মহম্মদ রসুল কাদ্দারে নামে জনৈক ব্যক্তির বিরুদ্ধে বেঙ্গালুরুর ইয়াদগিরির সুরপুর থানায় FIR দায়ের করা হয়েছে। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত ভিডিয়ো পোস্ট করে এই ব্যক্তি। যেখানে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি দিতে শোনা যায়। সে জানায়, কংগ্রেস সরকার ক্ষমতায় এলে নিস্তার পাবেন না নরেন্দ্র মোদী।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রাণনাশের হুমকি৫০৫ (১) (বি), ২৫ (১) (বি) ধারায় FIR দায়ের করা হয়েছে মহম্মদ রসুল কাদ্দারের বিরুদ্ধে। এ ছাড়াও অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। অভিযুক্তের খোঁজে বেঙ্গালুরু এবং হায়দরাবাদের একাধিক ঠিকানায় তল্লাশিও শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, ভাইরাল ভিডিয়োতে মহম্মদ রসুল কাদ্দারের হাতে একটি তরোয়ালও দেখা গিয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

    যোগীকেও হত্যার হুমকিকেবলমাত্র প্রধানমন্ত্রী নয়, উত্তর প্রদেশের মুখ্যনমন্ত্রী যোগী আদিত্যনাথকেও প্রাণনাশের হুমকি দিয়েছে বেঙ্গালুরুর বাসিন্দা এই মহম্মদ রসুল কাদ্দারে। জানা যাচ্ছে, ভাইরাল হওয়া ভিডিয়োতে প্রধানমন্ত্রী এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করে আক্রমণ করতে শোনা যায় ওই ব্যক্তিকে। ফেসবুকে সে ওই বিতর্কিত ভিডিয়ো পোস্ট করেছে বলে জানা যাচ্ছে। তবে তার সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

    লোকসভার আগে নমোর সফরসূচিলোকসভা ভোটের আগে নানা রাজ্যে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করছেন একাধিক জনসভা। এর মাঝেই এ হেন হুমকিতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগামী ১০ দিন দেশের বিভিন্ন প্রান্তে ঘুরবেন নমো। ১২টি রাজ্যে তাঁর সফর করার কথা রয়েছে। আগামী ১০ দিনে প্রধানমন্ত্রীর ২৯টি কর্মসূচি রয়েছে। মঙ্গলবার তেলঙ্গানায় একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। প্রকল্প উদ্বোধনের পাশাপাশিই রয়েছে জনসভা। বুধবার কলকাতায় আসবেন তিনি। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নীচ দিয়ে চলা মেট্রোর উদ্বোধন হবে। তার পর বারাসতে জনসভা করবেন মোদী। এরপর পৌঁছে যাবেন বিহারে। ৭ মার্চ মোদী যাবেন জম্মু ও কাশ্মীরে। ৮ মার্চ দিল্লিতে প্রথম ন্যাশানল ক্রিয়েটরস্‌ অ্যাওয়ার্ডে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ৯ মার্চ অরুণাচল প্রদেশে যাবেন নমো। ১০ মার্চ উত্তর প্রদেশ এবং ১১ মার্চ দিল্লিতে থাকবেন তিনি। ১২ মার্চ তাঁর সফর রয়েছে গুজরাটে। ১৩ মার্চ ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাট ও অসমে নানা প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন।
  • Link to this news (এই সময়)