• Lok Sabha Election 2024 Date : লোকসভা ভোটের দিন ঘোষণা কবে? জানালেন জম্মু-কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক
    এই সময় | ০৫ মার্চ ২০২৪
  • প্রস্তুতি তুঙ্গে। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা এখন কেবল সময়ের অপেক্ষা। সকলেই জানতে উদগ্রীব কবে ঘোষণা হবে ১৮তম লোকসভা নির্বাচনের দিনক্ষণ? ২০২৪ সালে কত দফায় হবে ভোট? কবে ফল ঘোষণা? এ সবেরই উত্তর মিলবে নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলনে।লোকসভা ভোটের দিন ঘোষণা কবে?জল্পনার মাঝেই লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার সম্ভাব্য সময় নিয়ে মিলল বড় আপডেট। জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক পি কে পোলে বলেন, 'আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে লোকসভা ভোটের সময়সূচি ঘোষণা করবে নির্বাচন কমিশন।'

    আসন্ন নির্বাচনের সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখতে এই মুহূর্তে কমিশনের আধিকারিকরা একাধিক রাজ্য ভিজিট করছেন। সংশ্লিষ্ট রাজ্যগুলির নির্বাচনী আধিকারিকদের সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সমস্যা পর্যালোচনা করে সমাধান বের করার উপায় বাতলে দিচ্ছেন কমিশনের কর্তারা। লোকসভার মতো বড় মাপের নির্বাচন করানোর মতো পর্যাপ্ত পরিকাঠামো প্রস্তুত রয়েছে কি না, তাও দেখা হচ্ছে প্রত্যেক রাজ্যে।

    অনন্তনাগ কেন্দ্রের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখার পর জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, 'আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে। অনন্তনাগ, কুলগাঁও এবং সোপিয়ানের জেলা আধিকারিকদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করানোই আমাদের একমাত্র লক্ষ্য। গতবারের তুলনায় এই লোকসভায় ভোটারদের উপস্থিতির হার বাড়াতে আমরা তৎপর। নিরাপত্তার কথা মাথায় রেখে নির্বাচনের সময় পর্যাপ্ত বাহিনী মোতায়েন করার কথাও জানানো হয়েছে।'

    উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে মোট ৯৭ কোটি ভারতীয় ভোটদান করবেন। ২০২৪ সালের এই সাধারণ নির্বাচন নিয়ে গত ফেব্রুয়ারি মাসেই কমিশনের স্পেশ্যাল সামারি রিভিশন হয়েছে। লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্র প্রদেশ, ওডিশা, সিকিম এবং অরুণাচল প্রদেশে বিধানসভা ভোটও অনুষ্ঠিত হবে।

    ২০১৯ সালের নির্ঘণ্ট নিয়ে ফেক মেসেজসোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল একটি মেসেজ। যেখানে দেখা যাচ্ছে, নির্বাচন কমিশন ২০২৪ সালের লোকসভা ভোটের দিন ঘোষণা করেছে। ১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা ভোট এবং ফলগণনা হবে ২২ মে। কিন্তু, একটি অফিসিয়াল বিবৃতি নিয়ে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই মেসেজ সম্পূর্ণ ভুয়ো। এখনও পর্যন্ত ২০২৪ সালের সাধারণ নির্বাচন নিয়ে কোনও নির্ঘণ্ট ঘোষণা হয়নি। বিভ্রান্তিমূলক মেসেজটির কোনও সত্যতা নেই।
  • Link to this news (এই সময়)