• BJP Candidate List : বাকি বাংলার ২২ আসন, বুধে লোকসভা ভোটের নয়া প্রার্থীতালিকা প্রকাশের সম্ভাবনা BJP-র
    এই সময় | ০৫ মার্চ ২০২৪
  • সবে মাত্র ১৯৫ জনের নাম ঘোষণা হয়েছে। এখনও বাকি অনেক। একাধিক রাজ্যের উল্লেখযোগ্য কেন্দ্রে কে BJP-র টিকিট পাচ্ছে, তা জানতে মুখিয়ে সকলেই। বাংলারও ২২টি আসনে এখনও প্রার্থীতালিকা প্রকাশ বাকি। সূত্রের খবর, বুধবারই নয়া তালিকা আনতে পারে গেরুয়া শিবির।৬ মার্চ BJP-র নয়া প্রার্থীতালিকা?BJP-র সংসদীয় বোর্ডের সদস্য তথা কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা পরামর্শ দিয়েছেন, লোকসভা ভোটের জন্য ৬ মার্চ দ্বিতীয় তালিকা প্রকাশ করুক দল। গত শনিবার ১৯৫ জনের নাম ঘোষণা করেছে BJP। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এই তালিকায় রয়েছে ৩৪ জন কেন্দ্রীয় মন্ত্রীর নাম। তৃতীয়বারের জন্য বারাণসী আসন থেকে লড়বেন নমো। ১৬টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের একাধিক আসনের প্রার্থীদের নাম রয়েছে এই তালিকায়। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছে অমিত শাহ, রাজনাথ সিং। তাঁরা নিজেদের বর্তমান কেন্দ্র যথাক্রমে গান্ধীনগর এবং লখনউ থেকেই লড়বেন।

    বি এস ইয়েদুরাপ্পা বলেন, 'বুধবার আমি নয়াদিল্লি যাচ্ছি।' পরবর্তী তালিকায় থাকতে পারে কর্নাটকের একাধিক প্রার্থীর নাম। এমনটাও ইঙ্গিত মিলেছে তাঁর কথায়। তিনি বলেন, 'বুধবার দিল্লিতে একটি বৈঠক রয়েছে। সম্ভবত দ্বিতীয় তালিকায় সেদিনই চূড়ান্ত হয়ে যাবে। কর্নাটকের প্রার্থীদের নাম ঘোষণা হতে পারে। সবটাই সিদ্ধান্ত নেবেন জাতীয় স্তরের নেতারা। আর হয়তো দেরি করা হবে না। তবে তালিকায় নতুন মুখ থাকবে কি না, কর্নাটকের ২৮টি আসনেই প্রার্থীদের নাম ঘোষণা হবে কি না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শীর্ষস্তরের নেতারা।' কর্নাটকে জোটসঙ্গী JDS-কে কতগুলি আসন ছাড়া হবে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বি এস ইয়েদুরাপ্পা।

    প্রথম ধাপের প্রার্থীতালিকায় BJP দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেছে। শিবরাজ সিং চৌহান এবং বিল্পব কুমার দেব। যদিও দিল্লিতে চারজন বর্তমান সাংসদ যেমন কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখি, প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং রমেশ বিধুরির নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

    ২০১৯ সালে যে ১৫৫টি আসনে BJP জয় পেয়েছিল, সেগুলি রয়েছে এই ১৯৫ জনের প্রথম ধাপের তালিকায়। রাজ্যসভার সদস্য এমন সাত মন্ত্রীকে লোকসভায় লড়ানো হচ্ছে।

    এদিকে, নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে আসানসোল আসন থেকে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন ভোজপুরী গায়ক পবন সিং। একইসঙ্গে বারাবাঙ্কি আসনের সাংসদ উপেন্দ্র সিং রাওয়াতও নাম প্রত্যাহার করেছেন।
  • Link to this news (এই সময়)