• UPSC Success Story: অকল্পনীয় তপস্যায় আকাশচুম্বী সাফল্যের শিখরে বঙ্গতনয়! কাঁটা বিছনো পথ পেরিয়েই দুর্ধর্ষ বিজয় মানসের!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ মার্চ ২০২৪
  • UPSC-Assistant Geophysicist:

    এগল্প তরুণ-তরুণীদের অনুপ্রেরণা জোগাতে বাধ্য। নিজের অদম্য জেদ আর অফুরান ইচ্ছাশক্তিকে পাথেয় করে জীবনযুদ্ধে সব বাধা পেরিয়ে শেষমেশ সাফল্যের শীর্ষে বাংলারই এক কৃতী যুবক। বছর একত্রিশের মানস মাহাত (Manas Mahato) যে কীর্তি গড়ে ফেলেছেন, তা এখনও লোকের মুখে-মুখে ফিরছে। মানসের অভাবনীয় এই সাফল্যে উচ্ছ্বসিত তাঁর গোটা গ্রাম। ফি দিন বাড়িতে অভিনন্দন জানাতে ঢল প্রতিবেশী-বন্ধুবান্ধবদের। ধনুকভাঙা পণ মনে নিয়ে পাহাড়চুম্বী সাফ্যল্যের শীর্ষে পৌঁছেছেন মানস, তাঁর এই নিদারুণ লড়াই কাহিনী নিয়ে এলাকায় চর্চা যেন থামছেই না।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)