MS Dhoni: রোহিতের মতই কি নেতৃত্বে ছাঁটাই ধোনি! IPL শুরুর আগেই বিষ্ফোরক বার্তা মাহির, তুঙ্গে চাঞ্চল্য
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৫ মার্চ ২০২৪
Indian Premiere League 2024, CSK:
আইপিএল শুরুর আগে ফেসবুক পোস্ট-এ জল্পনা উসকে দিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এর আগে অধিনায়ক পদ থেকে রোহিত শর্মাকে অপসারণ করেছে আইপিএলের অন্যতম দল- মুম্বই ইন্ডিয়ান্স। যা নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছে। এবার তেমন কিছু না-বললেও, ধোনি ফেসবুকে যা লিখেছেন, তাতে জল্পনার যথেষ্ট কারণ আছে।