• রমজান মাসেও যুদ্ধ চালিয়ে ‌যাব, ঘোষণা হামাসের
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ রমজান মাসেও চলবে যুদ্ধ। জানাল হামাস। প্যালেস্তাইনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ওসমান হামদান সোমবার জানান, রমজান মাসেও গাজায় ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য তাদের যোদ্ধারা প্রস্তুত। এই লড়াইয়ে প্যালেস্তাইনিদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এর আগেও হামাসের পক্ষ থেকে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জারি রাখার কথা ঘোষণা করা হয়েছিল। হামাসের দাবি, ইজরায়েল শর্ত না মানলে কোনওভাবেই যুদ্ধ বন্ধ করা হবে না। হামাস চায় ইজরায়েলের কারাগারে বন্দি থাকা প্যালেস্তাইনিদের মুক্ত করতে। সেই সঙ্গে গাজা থেকে সম্পূর্ণভাবে ইজরায়েলি সেনা সরিয়ে নেওয়ার শর্ত দিয়েছে তারা। সেই সঙ্গে আছে গাজায় বোমা হামলা ও নজরদারি পুরোপুরি বন্ধ করার শর্ত। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েলি বাহিনী। প্রতিদিনই ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে নতুন নতুন এলাকা। কোথাও মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও অবশিষ্ট থাকছে না। 
  • Link to this news (আজকাল)