• ‌আধ ঘণ্টার জন্য বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর
    আজকাল | ০৫ মার্চ ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ মেট্রো লাইনের কাজের জন্য টানা পাঁচদিন ৩০ মিনিটের জন্য কলকাতা বিমানবন্দরের উড়ান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বারাসত মেট্রো লাইনে ওই সময়টাতে ড্রোন সমীক্ষা চালানো হবে। তাই ওই নির্দিষ্ট সময়টাতে বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন ওড়ানোর ক্ষেত্রে বিশেষ বিধিনিষেধ রয়েছে। তবে মেট্রোর কাজের অগ্রগতি সম্পর্কে জানার জন্য ড্রোন সার্ভে প্রয়োজন। বিমানবন্দরের কাছে এই সমীক্ষা হওয়ার কারণে মূলত বিমান ওঠানামার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হবে। বিমানবন্দরের এক কর্মকর্তা বলেন, ‘আমরা ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত প্রতিদিন (স্থানীয় সময়) দুপুর ১টা থেকে ১টা ৩০ পর্যন্ত কলকাতা বিমানবন্দরে ফ্লাইট অপারেশন বন্ধ করার ঘোষণা করে এয়ারম্যানদের কাছে একটি নোটিশ (নোটেম) জারি করেছি। নিউ ব্যারাকপুর ও বারাসত মেট্রোর লাইনের একটি সমীক্ষা চালানোর জন্য এটি করা হয়েছে।’
  • Link to this news (আজকাল)