Sandeshkhali News: সন্দেশখালিকাণ্ডে CBI, শাহজাহানকে দ্রুত কেন্দ্রীয় এজেন্সিকে হস্তান্তরের নির্দেশ
এই সময় | ০৫ মার্চ ২০২৪
সন্দেশখালিতে ED-র উপর আক্রমণের ঘটনায় ন্যাজাট থানার দুটি মামলা তদন্ত করবে CBI। যত দ্রুত সম্ভব যাবতীয় নথি রাজ্য পুলিশ CBI-এর হাতে তুলে দেবে। মঙ্গলবার একক বেঞ্চের নির্দেশ খারিজ করল ডিভিশন বেঞ্চ। ED-র আবেদন গ্রহণ করা হয়েছে। CBI-কে তদন্তের দায়িত্ব দেওয়া হল। পাশাপাশি এদিনের মধ্যেই শেখ শাহজাহানকেও CBI-এর হাতে তুলে দিতে হবে। পাশাপাশি যাবতীয় নথি সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে রাজ্যকে।উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ নেতা শেখ শাহজাহানের বাড়িতে যায় ED। কিন্তু, দরজা না খোলায় তাঁর বাড়ির তালা ভাঙতে যায় CRPF জওয়ানরা। কিন্তু, সেই সময় ED আধিকারিকদের উপর হামলার অভিযোগ ওঠে শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর আহত হয়েছিলেন তিন ED আধিকারিক।
এই ঘটনার পর থেকেই তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। ঘটনার দিন থেকেই কার্যত বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান। এদিকে, তাঁর বিরুদ্ধে উঠতে থাকে একের পর এক অভিযোগ। উত্তম সর্দার, শিবু হাজরার মতো স্থানীয় নেতাদের বিরুদ্ধে পথে নামেন মহিলারা। তাঁদের উপর অত্যাচার চালানো হত, সেই অভিযোগও তোলা হয়। আর এই অভিযোগের ভিত্তিতে গ্রেথার করা হয় শিবু, উত্তম এবং অজিত মাইতির মতো নেতাদের।
এদিকে শেখ শাহাজাহান দীর্ঘদিন নাগালের বাইরে ছিলেন। তাঁর গ্রেফতারির ক্ষেত্রে এজেন্সি নির্বিশেষে হস্তক্ষেপ করতে পারবে বলে জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। এই নির্দেশের পরেই অবশ্য গ্রেফতার করা হয়েছিল সন্দেশখালির এই নেতাকে।