জল্পনা ছিল, অবশেষে সমস্ত জল্পনার অবসান। বিজেপিতে যোগদান করবেনবলে জানিয়ে দিলেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ৭ তারিখ বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। একইসঙ্গে কেন তিনি রাজনীতিতে যোগ দিলেন সেই কথাও জানিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে অবসরের নেওযার আগে ইস্তফা দেওয়ায় তাঁর বহু টাকা আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও জবাব দেন প্রাক্তন বিচারপতি।অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'শাসকদলের তরফ থেকে আক্রমণ করা হয়েছিল, অপমানজনক কথাবার্তা বলা হয়েছিল। বলা যেতে পারে তারাই আমাকে এক ধরনের অনুপ্রেরণা জুগিয়েছেন যে, কয়েক মাস আগে চাকরি ছেড়ে বহু টাকার আর্থিক ক্ষতি আমার হয়েছে..., ৫ মাস আমি তো মাইনে পাব না, যে পেনশনটা পাব, সেটা মাইনের চেয়ে অনেক কম, অন্যান্য সুযোগসুবিধাও অনেক কম। তারাই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের মুখপাত্ররা অসম্মানজক কথাবার্তা বলেছেন। তাঁরা জানেন না, কোনও শিক্ষাদিক্ষাও তাঁদের আছে বলে মনে হয়নি কখনও।'এদিনের সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও জবাব দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় কুমন্তব্য করার জন্য বিখ্যাত, সম্ভবত তাঁর বেড়ে ওঠার সমস্যা আছে, আমি জানি না কোন ধরনের পরিবার থেকে তিনি এসেছেন।’
গত রবিবারই হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দেওয়ার দেওয়ার ঘোষণা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তাঁর এই ঘোষণাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় গোটা বাংলায়। একইসঙ্গে সেইদিনই রাজনীতিতে যোগদানের ইঙ্গিত দেন তিনি। ফলে খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় গোটা রাজ্য রাজনীতিতে। এরপর সোমবারই শেষবারের মতো হাইকোর্টের এজলাসকে বিদায় জানান তিনি। আর মঙ্গলবার সকালে নিয়ম মেনে বিচারপতির পদ থেকে ইস্তফাও দেন। তারপরেই সাংবাদিক বৈঠকে বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা করেন সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সদ্য প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, তিনি এবং বিজেপি উভয়েই উভয়ের সঙ্গে যোগাযোগ করেছে এবং আপাতত তিনি বিজেপিতেই যাচ্ছেন। তবে তিনি কোন আসন থেকে লড়বেন, বা আদৌ লড়বেন কি না সেই বিষয়ে বিজেপির শীর্ষ নেতৃত্বই ঠিক করবেন বলে জানিয়ে দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্যদিকে নারদ কেলেঙ্কারির প্রসঙ্গেও এদিন মুখ খোলেন সদ্য প্রাক্তন বিচারপতি। তিনি বলেন 'ওটা একটা চক্রান্ত, কোনও স্টিং অপারেশনই নয়, একটা লোককে ব্যবহার করা হয়েছিল।'