Ramadan 2024 Timetable : ভারতে রমজানের পবিত্র চাঁদ দেখা যাবে কবে? জানুন দিনক্ষণ
এই সময় | ০৫ মার্চ ২০২৪
আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। তারপরই শুরু হবে পবিত্র রমজান মাস। যার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ধর্মপ্রাণ মুসলিমরা। তবে রমজানের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চাঁদ দেখা। তার উপরই নির্ভর করবে রমজান শুরুর দিনক্ষণ।ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী, নবম মাসে পালিত হয় রমজান। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পবিত্র মাসজুড়ে আল্লাহর কাছে দোয়া চান তারা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখেন। দান-ধ্যানে মগ্ন হন। আত্মার শুদ্ধিকরণ করে থাকেন মুসলিমরা।
ভারতে রমজানের চাঁদ দেখা যাবে কবে?চলতি বছর ১১ কিংবা ১২ মার্চ থেকে শুরু হতে পারে রমজান মাস। রমজানের চাঁদ দেখার পর তবেই জানা যাবে নির্দিষ্ট দিনক্ষণ। ভারতে কবে দেখা যাবে এই পবিত্র চাঁদ? সৌদি আরবের মক্কা থেকে প্রথম এই চাঁদ দেখা হয়। ইসলামিক রীতি মেনে সৌদির পর ভারত থেকে দেখা হয় চাঁদ। এরপর একে একে পশ্চিমের দেশগুলিতেও চাঁদ দেখা হয়। উল্লেখ্য, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের আগে সৌদি থেকে চাঁদ দেখা যায়।
হয় ১০ অথবা ১১ মার্চ সৌদি আরব থেকে রমজানের চাঁদ দেখা যাবে। হিসেব মতো ঠিক তার পরদিন অর্থাৎ ১১ অথবা ১২ তারিখ ভারত থেকে দেখা যাবে চাঁদ। একইসঙ্গে চাঁদ দেখা যাবে পাকিস্তান, বাংলাদেশ থেকেও।
ইসলামে ৩৫৪ দিনে এক বছর ধরা হয়। ইসলামিক ক্যালেন্ডার হয় লুনার সাইকেলের উপর ভিত্তি করে। তবে বিশ্বে সাধারণ গ্রেগরিয়ান ক্যালেন্ডার মানা হয়। প্রতি বছর সে কারণে রমজান মাস ১০ থেকে ১১ দিন এগিয়ে আসছে।
রমজানের চাঁদের গুরুত্বচাঁদ দেখার মধ্যে দিয়েই পবিত্র রমজান মাস শুরু হয়। মুসলিমদের পরবের জন্য এই চাঁদ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের মতো ইদ-উল-ফিতর, হজ সহ সমস্ত অনুষ্ঠানের ক্ষেত্রেই এই সময় গুরুত্বপূর্ণ। প্রতি বছর শাবান মাসের ২৯ তারিখে চাঁদ দেখা কমিটি চাঁদ দেখার সময় নির্ধারণ করেন। যুগের পর যুগ ধরে এই রীতি পালন করে আসছেন মুসলিমরা। রমজানের শুরুতে এবং শেষে এই চাঁদ দেখা প্রয়োজনীয়। এর উপর ভিত্তি করেই নির্ধারিত হয় খুশির ইদের দিনক্ষণ।
রমজান ক্যালেন্ডাররমজানের চাঁদ কবে দেখা যাবে- ১১ অথবা ১২ মার্চ